'কাজের অধিকার শুধু সাংবিধানিক অধিকার নয়💖 এটা যেকোনো মানুষের জন্মগত অধিকার।' এবার টলিপাড়ার কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় সুর চড়ালেন প্রযোজক রানা সরকার। ওই শিল্পীকে হেনস্থার ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে সরব হয়েছেন রানা।
ঠিক কী লিখেছেন তিনি?
রানা সরকারের কথায়, ‘Right to practice any profession or occupation’ শিরোনামে রানা লিখেছেন, ‘কাজের অধিকার শুধু সাংবিধানিক অধিকার নয় এটা যেকোনো মানুষের জন্মগত অধিকার। কোনো সংগঠন তার প্রাতিষ্ঠানিক নিয়মাবলীর শর্তে ও কারো কাজ কেড়ে নিতে পারে না।সরকারি বা অসরকারি কোন প্রতিষ্ঠান যদি disciplinary action নিয়ে কাউকে কাজ থেকে সাসপেন্ড করে তাহলে তাঁকে তার প্রাপ্য পারিশ্রমিকের একাংশ দিতেই হবে। উপার্জনের 𝔍রাস্তা কাজ কেড়ে নেওয়া যায়না। সরকারি চাকরিতে সাসপেন্ড করা হলেও তাঁকে বেতনের এক তৃতীয়াংশ টাকা দেওয়া হয় এবং তিনমাস পর পুনর্বিবেচনা করা হয়। কাজ চলে যাও꧅য়ার আতংকে কেউ যদি জীবনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তাহলে তার দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। এটি একটি ফৌজদারি অপরাধ। কেশসজ্জা আর্টিস্ট … (নাম গোপন রাখা হল) ঘটনায় দোষীদের শাস্তি হোক।’