নারী-পুরুষের সম্পর্কে পুরুষই শেষ কথা বলবে, মনে হোক বা শরীর দু’দিক থেকেই নারীকে নিয়ন্ত্রণ করবে পুরুষ! এমন ‘অসুস্থ পুরুষতন্ত্র’ বা ‘টক্সিক ম্যাসকুলিনিটি’কে গ্লোরিফাই করে তৈরি ছবি ‘অর্জুন রেড্ডি’ এবং ‘কﷺবীর সিং’। মেয়েদের ‘সম্মতি’র ধারধারে না অর্জুন-কবীররা। তাঁরা বোঝে না ‘নো মিনস নো’ কাকে বলে, এই পৌরুষকে পর্দায় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ভারতীয় সিনেপ্রেমীরা। দুই ছবিরই পরিচালক সন্দীপ ভঙ্গা রেড্ডি। এবার তিনি আসছেন ‘অ্যানিম্যাল’ নিয়ে। লিড রোলে রণবীর সিং। তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’ এবং তার হিন্দি রিমেক ‘কবীর সিং’ নিয়ে কম সমালোচনার মুখে পড়েননি পরিচালক সন্দীপ। তারপরেও কেন ‘অ্যানিম্যাল’-এর নায়ক হলেন রণবীর?
এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন রণবীর কাপুর। তাঁর কথায়, ‘আমি অ্যানিম্যালের চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছি। এটা অনন্য, টানটান উত্তেজনাপূর্ণ গল্প, যা সহজেই নজর কেড়েছে। আর সত্যি বলতে আমি অর্জুন রেড্ডি এবং কবীর সিং দুটো ছবিই দেখেছি, আর আমার দুই চরিত্রকেই অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী মনে𒁃 হয়েছে। তবে সে💙ই ছবি বা তার সাফল্যের উপর আমার অ্যানিম্য়ালের অংশ হওয়া নির্ভর করেনি। বরং এই ছবির চিত্রনাট্য, চরিত্র এবং অবশ্য সন্দীপ রেড্ডি ভঙ্গার সঙ্গে কাজের সুযোগ বেশি জরুরি ছিল’।
ভ্যারাইটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে রণবীর আশ্বস্ত করেন, অ্যানিম্যাল দর্শকদের অন্যরকম অভিজ্ঞতা দেবে। অর্জুন বা কবীরের সঙ্গে কি কোনও মিল রয়েছে তাঁর অভিনীত চরিত্রের? রণবীর বলেন, ‘আমি যে চরিত্রটা তুলে 𒆙ধরব তা কঠিন এবং আপসহীন’। অভিনেতার কথায়, ‘সন্দীপের নায়কদের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেগুলোর কিছু অবশ্যই রয়েছে 𒁃আমার এই চরিত্রেও। এখানে আমার ব্যক্তিত্ব অত্যন্ত কঠিন এবং আপসহীন। কিন্তু ও বাকিদের যে খানিকটা হলেও আলাদা, কারণ এই চরিত্রের মধ্যে কিছু জটিলতা রয়েছে, ওর চারিত্রিক গভীরতার তলটা অনেকটা গাঢ়।’
অ্যানিম্যাল তারকার আরও সংযোজন, ‘ওর শক্তি এবং নিশ্চয় খুবই জোরালো। তবে ওর ভিতর দুর্বলতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মজুত রয়েছে যা ওকে আরও মানবিক করে তোলে। সকলে ওর সঙ্গে আত্মিক যোগ অনুভব করবে'। সুতরাং অর্জুন-কবীরের সঙ্গে ‘অ্যানিম্যাল’ অর্জুন সিং-এর মিল আর অমিল দুটোই আছে। কাকতালীয় হলেও সন্দীপ ভঙ্গার আগের দুই ছবির নায়কের নাম൲ মিলিয়ে রণবীরের চরিত্রের নাম তৈরি হয়েছ (অর্জুন সিং)।
শুরুতে ১১ই অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে পোস্ট প্রোꦿডাকশনের কিছু কাজ বাকি থ🦩াকায় পিছিয়ে যায় মুক্তি। আগামী ১লা ডিসেম্বর হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড় ও মালায়ালি ভাষায় মুক্তি পাবে এই ছবি।