রণবীর আল্লাহবাডিয়া ওরফে বিয়ারবাইসেপসের ইউটিউব চ্যানেল সম্প্রতি হ্যাক করা হয়েছিল। এবার তিনি নিজেই ভিডিয়ো পোস্ট করে জানালেন তিনি তাঁর সেই চ্যানেল দুটো ফিরে পেয়েছেন। একই সঙ্গে একটি বিশেষ ✃বার্তাও দিলꦬেন। কী বললেন রণবীর?
ইউটিউব চ্যানেল ফিরে পেলেন রণবীর
এদিন 🏅রাতে রণবীর আল্লাহবাডিয়া একটি ভিডিয়ো পোস্ট করে জানান তিনি তাঁর দুটো ইউটিউব চ্যানেল ফিরে পেয়েছেন। সেই ভিডিয়োতেই তিনি বলেন, 'হ্যালো বন্ধুরা, খালি আপনাদের একটা আপডেট দিতে এলাম। আমাদের চ্যꦗানেলগুলো আমরা ফিরে পেয়েছি। ইউটিউব গ্লোবাল এবং ইউটিউব ইন্ডিয়াকে ধন্যবাদ। আমি ওদের কাছে খুবই কৃতজ্ঞ। আপনাদের সবার কাছেও খুবই কৃতজ্ঞ। আমাদের এই কঠিন সময় সাপোর্ট করার জন্য অশেষ ধন্যবাদ।'
তিনি একই সঙ্গে এদিন বলেন, 'একটা সময় মনে হয়েছিল আমায় বোধহয় এবার পুরোপুরি একজন ব্যবসায়ী হতে হবে। আর ইউটিউব নয়। ভেবেছিলাম ব্যবসায় আরও বেশি মন দেব। কিন্তু হয়তো ঈশ্বরের আলাদা পরিকল্পনা ছিল। আমি তাই আপনাদের আরও একবার মনে করিয়ে দিতে চাই যে সাইবার সিকিউরিটিতে আমাদের আরও কত বেশি জোর দেওয়া উচিত। আমরা এটা নিয়ে সিরিয়াস হলেও এসব ঘটনা ঘটে যায়। সাইবার সেফটি একটা জরুরি বিষয়। খুব গুরুত্বপুর্ণও বটে। নিজেকে এই বিষয়ে আরও শিক্ষিত করো। জ্ঞান অর্জন করো। আমি সবাইকে আরও একটা কথা বলতে চাই এটা কোনও PR স্টান্ট ছিল না। আমি আমার কাজ নিয়ে কোনও রকম এই ধরনের কাজ করব না। সবাইকে ধন্🐎যবাদ পাশে থাকার জন্য।'
আরও পড়ুন: 'ভেবেই নিয়েছিলাম হাত থেকে চলে গেল...' পেয়েও কেন রাজনন্দিনীর কাছ থেকে ফসকে যাচ্ছিল দু♏র্গা হওয়ার সুযোগ?
আরও পড়ুন: ফের বাবা হচ্ছেন আরমান! ঘরে আসছে পঞ্চম সন্তান, কোন স্ত্রী অন্তঃসত্ত্বা হলে🤪ন ইউ💎টিউবারের?
প্রসঙ্গত কিছুদিন আগেই রণবীরের দুটো ইউটিউব চ্যানেল হ্যাক করে টেসলা নাম দেওয়া হয়। একই সঙ্গে মুছে দেওয়া হয় দুꦚটো চ্যানেলের সমস্ত ভিডিয়ো।