১৯৯৪ সাল, তখন বলিউড জুড়ে অক্ষয় কুমার এবং রবিনা🔥 ট্যান্ডনের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সর্বত্র। একের পর এক সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছিল এই জুটিকে। কিছু কিছু সিনেমায় আবার সঙ্গ দিয়েছিলেন সুনীল শেট্টিও। তেমনি একটি সিনেমা ছিল ‘মোহরা’। সিনেমার গল্প থেকে গান, আজও মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়।
‘মোহরা’ সিনেমার শ্যুটিং চলাকালীন ঘটেছিল একটি মজার ঘটনা। যদিও𓃲 সেই সময় যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল, তার জন্য খুব একটা সুখকর ঘটনা ছিল না। রবিনা ট্যান্ডনের দিকে তাকিয়ে থাকার দোষে দোষী হয়ে সিনেমার সেট থেকে চলে যে🗹তে হয়েছিল তাঁকে। জানেন তিনি কে? নামটা জানলে অবাক হয়ে যাবেন। তিনি হলেন রণবীর সিং।
আরও পড়ুন: মুক্তির আগে🔜ই অনলাইনে ফাঁস সলমনের সিকন্দর! ক✃ী পদক্ষেপ নিলেন নির্মাতারা?
আরও পড়ুন: ৩ 🌌বছর বলিউডে কাজ করেও ক্যামেরাকে ভয় ꦉপান মানুষী! বললেন, ‘ সব কিছু…'
সম্প্রতি রাজিব মাসান্দের সঙ্গে একটি আলাপচারিতায় উঠে আসে মোহরা সিনেমার প্রসঙ্গ। আড্ডায় রণবীর সিং- এর সঙ্গে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান এবং অনিল কাপুরও। আড্ডা চলাকালীন হঠাৎ🅠 করেই ‘মোহরা’ সিনেমার মজার এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন রণবীর।
রণবীর বলেন, ‘আমি তখন রবিনা ট্যান্ডনের গুণমুক্ত ভক্ত ছিলাম। যেদিন ‘মোহ♛রা’ সিনেমার সেটে গিয়েছিলাম সেদিন উনি সাদা শাড়ি পরেছিলেন।' রণবীরকে সংশোধন করে দিয়ে অক্ষয় বলেন, ‘সাদা নয় হলুদ’। সম্মতি জানান রণবীর।
রণবীর বলেন, ‘আমি সেদিন চোখ বড় বড় করে ওঁকে দেখছিলাম, যা দেখে উনি অস্বস্তিতে পড়ে যান। তিনি একজন নিরাপত্তারক্ষীকে বলেন আমাকে সেখান থেকে সরিয়ে দিতে। আমি হঠাৎ করে আমার কাঁধে একজনেꦓর হাত অনুভব করি, ꧅বুঝতে পারি আমাকে বের করে দেওয়া হবে। আমি সেদিন ভীষণভাবে কান্নায় ভেঙে পড়েছিলাম।’
আরও পড়ুন: কালো পোশাকে র্যাম্পে হাঁটলেন জা𓂃হ্নবী, ক্ষুব্ধ নেটিজেনরা! কেন?
আরও পড়ুন: বড় ছেলের জন্মদি💛নে আবেগঘন পোস্ট হৃতিকের, কী মন্তব্য করলেন ‘প্রাক্তন’ সুজান?
তবে শুধু রবিনা নন, রণবীর অক্ষয় কুমারেরও গুণমুগ্ধ ভক্ত ছিলেন। সেদিন তিনি প্রথমবার অক্ষয়ের স🎃ঙ্গে দেখা করেছিলেন যা সেই দিনটিকে স্পেশাল করে তুলেছিল। অক্ষয় যখন রণবীরের চুল কাটার প্রশংসা করেন, তখন খুশিতে ডগমগ হয়ে অক্ষয়ের সঙ্গে একটি সেলফি🙈 তুলেছিলেন রণবীর।
রণবীরের কথা শেষ হতে বরুণ বলেন, ‘তুꦺমি কি রবিনা জির সঙ্গে ছবি তুলতে পেরেছিলে?’ তোমার কিন্তু একটা ছবি তোলা উচিত ছিল। রণবীর মাথা নাড়িয়ে ‘না’ বলেন এবং দুঃখ প্রকাশ করেন।