পিতার সঙ্গ��ে সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা রবি কিষাণ। বাবার বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগড়ে দেন এই তারকা। বাবার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন তিন🅠ি। সম্প্রতি ‘লাপাতা লেডিজ’ ছবিতে দেখা গিয়েছে অভিনেতাকে।
অভিনেতা জানান, তিনি যখন প্রথম পাড়ার রামলীলায় অভিনয় শুরু করেন তখন অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন তাঁর বাবা। শুধু তাই নয় এর জন্য বাবার কাছে শাস্তিও পেতে হয়েছে তাঁকে। তবে পরে তাঁর জন্য অত্যন্ত গর্বিত হয়েছিলেন রবি কিষাণের পিতা। এমনও জানিয়েছেন তিনি। এমনকী মৃত্যুশয্যায় তাঁর জন্য চোখের জলও ফেলেন🧸 রবি কিষানের পিতা।
আরও পড়ুন: ‘আমি শ্বেতাদি আর মাম্মার খেয়াল রাখব…’! বাবাকে চি🔯ঠি অভিষেকের, নেই ঐশ্বর্যর উল্লেখ
ব্রুটকে দেও💞য়া এক সাক্ষাৎকারে রবি কিষাণ জানান, বাবার রাগের কারণে ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যেতে হয় তাঁকে। তিনি জানান, 'আমার বাবা আমাকে খুব মারধর করছিল, আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছিল। আমার পিতা আমাকে হত্যা করতে চেয়েছিল এবং আমার মা জানতেন যে তার স্বামী আমাকে হত্যা করতে চায়। তাই 🍒তিনি বললেন 'ভাগ যাও'। অভিনেতা জানান, পকেটে ৫০০ টাকা নিয়ে মুম্বইয়ের ট্রেনে চেপে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।
অভিনেতা অবশ্য তাঁর বাবার আচরণক𝐆ে ন্যায়সঙ্গত বলেই মনে করেছেন। তাঁর মতে, '𝓀বাবা একজন পুরোহিত ছিলেন এবং ব্রাহ্মণ হওয়ার কারণে তিনি সর্বদা চাইতেন যে আমি কৃষিকাজ করি বা পুরোহিত হই বা কোনও সরকারী চাকরি করি। তিনি কখনও ভাবেননি যে তাঁর পরিবারে একজন শিল্পী জন্ম নিতে পারে। তাই রামলীলায় নাচ বা সীতার চরিত্রে অভিনয় করা তাঁর কাছে কিছুটা চমকপ্রদ ছিল। তাঁর প্রতিটি মারধর আমার জন্য একটি শিক্ষা ছিল এবং তিনি রবি কিষাণ তৈরি করেছিলেন।'
আরও পড়ুন: সুজিত সরকারের নতুন ছবিতে নায়ক ♋অভিষেক! কবে রিলিজ করবে 𒊎এই ছবি?
তবে শেষ বয়সে তাঁকে নিয়ে বেশ খুশি ছিলেন তাঁর বাবা। কারণ তিনি প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করেছিলেন। মৃত্যুর আগে তাঁর চোখে জল ছিল এবং তিনি বলেছিলেন, 'তুম হামারে গৌরব হো' (তুমি আমাদের গর্ব)। 'আমি ছোট📖বেলা থেকেই বুঝতাম যে আমি অজানা মৃত্যু চাই না। প্রত্যেকেই একটি কারণ নিয়ে জন্মগ্রহণ করে এবং আমার কারণেই আমি 'রবি কিষাণ' হয়েছি।'
এ🐎র আগে 'মামলা লিগাল হ্যাযܫ়' ছবিতেও দেখা গিয়েছিল রবিকে । সিরিজটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।