পর্দায় তাঁর বীরত্ব ছাড়াও, অক্ষয় কুমার তাঁর জনহিতকর কাজের মাধ্যমে পর্দার বাইরেও তাঁর বড় মনের পরিচয় দিয়েছেন। বছরের পর বছর ধরে, অভিনেতা অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সাহায্য করা🌟র জন্য প্রচুর দাতব্য কাজ করেছেন। ধর্ম, বর্ণ বা ধর্ম নির্বিশেষে অক্ষয় যথেচ্ছ চেষ্টা করে সমাজের উপকার করে থাকেন।
বৃহস্পতিবার সকালে (৮ আগস্ট) কুমার পরিচালক মুদাসসর আজিজকে নিয়ে মুম্বইয়ের হাজি আলি দরগা পরিদর্শন করেন এবং এর সংস্কারের জন্য ১.২১ কোটি টাকা অনুদান দেন। এর আগে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ৩ কোটি টাকা দান করেছিলেন তিনি। স্বাধীনতা দিবসে তাঁর পরবর্তী খেল খেল মে-র মুক্তির জন্য প্রস্তুত 🔜এই অভিনেতা মঙ্গলবার তাঁর বাড়ির বাইরে লঙ্গরের আয়োজন করার সময় অভাবীদের মধ্যে খাবারও বিতরণ করেছিলেন।
হাজি আলি দরগাহ ট্রা♋স্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেতার সাম্প্রতিক দরগা সফরের একটি ভিডিয়ো পোস্ট করেছেন এবং তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যানেজিং ট্রাস্টি কুমারের প্রয়াত বাবা-মা, প্রয়াত অরুণা ভাটিয়া এবং প্রয়াত হরি ওম ভাটিয়ার জন্যও দোয়া করেছেন।
আরও পড়ুন: (দাদার দ্বিতীয় বিয়🅷ে! রিসেপশনে সেজেগুজে সৌরভ, ডোনা-সানার দেখা কি পাওয়া গেল?)
এর আগে, ২০২০ সালে যখন দেশ মহামারীর সঙ্গে লড়াই করছিল, তখন ৫৬ বছর বয়সী ক্রিকেটার-সাংসদ গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে ১ কোটি টাকা দান করেছিলেন। পাশাপাশি পিএম কেয়ার্স তহবিলে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন। শুধু চ্যারিটির মাধ্যমে নয়, ফিল্ম ব্যবসার ক্ষেত্রেও অভিনেতা জানেন কীভাཧবে নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিতে হয়। সম্প্রতি, যখন প্রযোজক বাসু ভাগনানি কুমারের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সহ তাঁর চলচ্চিত্রগুলির পারিশ্রমিক না দেওয়ার জন্য তদন্তের আওতায় এসেছিলেন, তখন অভিনেতা অন্যান্য কলাকুশলীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য নিজের বেতন আটকে রাখার স🐓িদ্ধান্ত নিয়েছিলেন।