Remo D'Souza: লোক ঠকিয়ে ১২ কোটি আত্মসাৎ করেছেন রেমো? অভিযোগ উঠতেই কোরিওগ্রাফারের স্ত্রী বললেন, 'গুজব ছড়াবেন না'
1 মিনিটে পড়ুন Updated: 21 Oct 2024, 10:23 AM ISTRemo D'Souza: বলিউডের অন্যতম খ্যাতনামা কোরিওগ্রাফার হলেন রেমো ডিসুজা। তাঁকে ড্যান্স ইন্ডিয়া ড্যান্স সহ একাধিক শোতে বিচারক হিসেবেও দেখা গিয়েছে। এবার তাঁর বিরুদ্ধেই কিনা উঠল ১২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ! সেই প্রসঙ্গে মুখ খুললেন রেমো এবং তাঁর স্ত্রী। কী জানালেন তাঁরা?
আরও পড়ুন: 'কাজের লোক' হিসেবেই ঠিক, খোঁটা নেটিজেনের! RG Kar আন্দোলনের মাঝে ভাইরাল 𒆙সুদীপ্তার পুরনো পোস্ট
কী অভিযোগ উঠেছে রেমোদের বিরুদ্ধে?
২৬ বছর বয়সী এক নৃত্যশিল্পী সম্প্রতি রেমো ডিসুজা এবং তাঁর স্ত্রী লিজেল ডিসুজার না🃏মে ১১.৯৬ কোটি টাকা বা প্রায় ১২ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন। তাঁদের নাচের দলকে নাকি ঠকিয়েছেন রেমো এবং তাঁর স্ত্রী লিজেল। আইপিসির প্রতারণার ধারায় অভিযোগ করা হয়েছেꦕ। ৪৬৫ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানে জেলার একটি থানায় এই কেস দায়ের করা হয়েছে বলেই জানা গিয়েছে। সেই FIR এ জানানো হয়েছে ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত লাগাতার ভাবে এই নাচের দলকে ঠকানো হয়েছে। এমনকি তাঁরা একটি রিয়েলিটি শো জিতলেও সেই দলকে নিজের দল হিসেবে পরিচয় দিয়ে পুরস্কারের টাকাও নিজের আত্মসাৎ করেছেন রেমো এবং স্ত্রী, এমনটা জানানো হয়েছে অভিযোগে। যদিও এই অভিযোগ মোটেই স্বীকার করেননি রেমো বা তাঁর স্ত্রী। উল্টে জানিয়েছেন সবটাই নাকি গুজব।
কী লিখেছেন রেমোরা?
এদিন তাঁদের তরফে ইনস্টাগ্রামে একটি পোস্ট করা হয়, সেখানেই তাঁরা লেখেন, 'মিডিয়ার কিছু রিপোর্ট থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের নামে নাকি কিছু অভিযোগ দায়ের করা হয়েছে একটি নাচের দলের তরফে। আমরা অত্যন্ত মর্মাহত যে এমন খবর প্রকাশিত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব কোনও꧃ রকম গুজব ছড়ানো থেকে বিরত থাকতে।'
তাঁরা তাঁদের পোস্টে আরও লেখেন, 'সত্যটা জানুন। আমরা আমাদের বক্তব্য সঠিক সময়ে তুলে ধরব। এবং অথরিটিকে সম্পূর্ণ ভাবে সহযোগিতা করব আমাদের সাধ্য মতো। আমরা আমাদের পরিবার, বন্ধু এবং ভক্তদের ধন্যবাদে জানাতে চাই সবসম🔴য় আমাদের পাশে থেকে সাপোর্ট করার জন্য।'