বৃহস্পতিবার রাতে একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা ঋষি কৌশিক। আর সেখানে প্রকাশ্যে নাম না নিয়েই, গল্পের ছলে, কোনও এক স্ত্রী (চাইলেই ধরতে পারেন আপনারা অভিনেতার বিবাহিত বউ দেবযানী)-র♒ নামে অভিযোগ তোলেন ভুরিভুরি। জানায় একটি উশৃঙ্খল, বেপরোয়া মেয়ে বাধ্য করে ছেলেটির সঙ্গ♚ে সম্পর্কে এসেছিল। বিয়ে করেছিল। এই মহিলাটি বাইরের লোকের কাছে নিজেকে লক্ষীমন্ত দেখায়। আদতে সে ভীষণভাবে মদ-সিগারেটে আসক্ত। শুধু তাই নয়, বাইরের লোকের কাছে নিজের স্বামীকে মানসিক ভারসাম্যহীন প্রতিপন্ন করতে চায়।
এই পোস্🤪ট রীতিমতো ঝড় তুলে দিয়েছে। ঋষি কৌশিকের আনা এহেন অভিযোগ শুনে অনেকের মনেই প্রশ্ন, কেন বিয়ের পর ১২ বছর চুপ ছিলেন। কেন এতদিন কোনও অভিযোগ আনেননি তিনি। বেরিয়ে আসার চেষ্টা করেননি বিয়ে থেকে। বর্তমানে যখন যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙার খবর চলছে, তখন কেন তিনিও সরব হলেন?
আরও পড়ুন: ঐশ্বর্যক🍎ে ডিভোর্স চর🌞্চার মাঝে নয়া ভিডিয়ো, বিয়ে নিয়ে রণবীর-কার্তিককে যা বলেন অভিষেক
২০০১ সালে দিদি নম্বর ১-এর মঞ্চে একত্রে এসেছিলেন দেবযানী ও ঋষি। সেখানে গল্প করেছিলেন তাঁরা বিবাহিত জীবন নিয়ে শো-র সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে ঝামেলার কোনও আভাসই ছিল না। দেবযানী জানিয়ে🌃ছিলেন এক বন্ধুর সূত্রে তাঁদের প্রথম দেখা, আর তারপরই সোজা নিয়ে নেন বিয়ের সিদ্ধান্ত। ততদিনে ঋষি অবশ্য অভিনেতা হিসেবে কাজ শুরু করেছেন। পেশায় ইঞ্জিনিয়র দেবযানীর বাড়িতে অবশ্য খানিক আপত্তি ছিল। 🎶তবে পরে সব মেনে নেয় তাঁরা। আর পরে তো সকলে জামাই অন্ত প্রাণ।
দেবযানী আর ঋষি জানিয়েছিলেন, তাঁরা ভালোবাসেন বিশ্বের নানা প্রা🔥ন্তে ঘুরতে আর ▨নানা ধরনের খাবার চেখে দেখতে। সেই তালিকায় কুমির-জেব্রার মাংস যেমন আছে, তেমনই আছে মাকড়সাও।
আরও পড়ুন: টলিউডের কেউ না, সৃজিꦬতের শার্লক হলেন কেকে মেনন, ওয়াটসন হিসে🎃বে কাকে দেখা যাবে?
লকডাউনের সময় ৩ মাস আলাদা ছিলেন ঋষি-দেবযানী। কারণ দেবযানী কাজের সূত্রে ছিলেন বিদেশে। সেই সময় অভিনেতা-পত্নী মজার ছলে বলেন, ‘ও তো বেশি মিস করেছে বাইক নিয়ে বেরোতে পারছে না সেটা। আম💙ি কিছু খাবার বানিয়েছি, ছবি পাঠাচ্ছি, ওতে কোনও ইন্টারেস্ট নেই ওর।’
আরও পড়ুন: 🍷‘কপাল অনেক ভালো যে সৌরভ…’! বউমা দর্শনাকে নিয়ে কী কী বললেন শাশুড়ি মা?
তবে সেই সময় সব কিছুই স্বাভাবিক ছিল। বউকে কোলে নিয়ে সেই এপিসোডে বেলুন ফাটানোর একটি খেলাও খেলেন দুজ💝নে। অন্তত তখন পর্দায় দুজনের মধ্যে কো༒নও অস্বাভাবিকতা চোখে পড়েনি।