রেমালের দাপটে নাকাল শহরবাসী, একপ্রকার স্তব্ধ জনজীবন। কেবল কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই ছবিটা কিছুটা তাই। রেমালের তাণ্ডবে তটস্থ দক্ষিণবঙ্গ। কাল মধ্য রাতে হয়েছে ল্যান্ডফল, তারপর থেকে শুরু হয়েছে ভয়ঙ্কর তাণ্ডব। জনজীবন বিপন্ন হওয়ার পাশাপাশি পণ্ড হয়েছে বহু মানুষের রোজনামচার কাজ। সঙ্গে ভেস্তে গিয়েছে বহু তারকার শিডিউলও। ব্যতিক্রম নিন ঋতুপর্ণা সেনগুপ্তও। এই রেমাল তাই মন খারাপ করে দিয়েছে অভিনেত্র🐷ীর।
কেন মন খারাপ ঋতুপর্ণার?
শনিবার থেকেই মুখ ভার আকাশের, ফলে শনিবার রাত থেকে কমানো হচ্ছিল বিমানের সংখ্যা। তারপর রবিবার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। রাত ম꧟োটামুটি ৮ টার পর থেকে স্তব্ধ হয়ে যায় জনজীবন, বন্ধ হয়ে যায় যান চলাচলও। তীব্র বর্ষণ এবং ঝড়ের কারণে অনেকেরই বাড়ি ফিরতে নাকাল হন। তারপর প্রবল বর্ষণে কারণে কলকাতা বিমানবন্দর থেকে বন্ধ হয়ে যায় বিমান চলღাচলও। আর এই ফ্লাইট ক্যানসেল হওয়াতেই মন খারাপ হয়ে যায় টলি-পাড়ার রানী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর।
TV9 বাংলাকে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়, 'ঋতুপর্ণার খুবই মন খারাপ। রবিবার ২৬ মে ২০২৪ রাতে সিঙ্গাপুর থেকে ফিরে কাল রাতে ইউএসএ যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ১২টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে, তাঁর সব প্রোগগ্রাম ঘেঁটে গিয়েಌছে।"
জল জমায় সমস্যায় পড়েছিলেন অভিনেত্রী
সিনেমায় অভিনয় হোক বা প্রযোজনার কাজ কিংবা সং♈সার সবটাই দশ হাতে সামলান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে কিছুদিন আগে কালবৈশাখীর জেরে বেশ সমস্যায় পড়তে হয়েছিল নায়িকাকে।🃏 শ্যুটিং শেষে ফ্লোর থেকে বেরিয়েই সুন্দরী অভিনেত্রী দেখেন রাস্তায় জল থইথই করছে৷ গাড়ি পর্যন্ত পৌঁছবেন কী করে? তারপর দুই সঙ্গীর সাহায্যে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছে যান ঋতুপর্ণা৷ সেই ছবিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। তারপর আবারও এই বর্ষণ ও ঝড়ে সমস্যার পড়তে হল তাঁকে।
ঋতুপর্ণার নতুন ছবি
জুন মাসেই মুক্তি পাবে ঋতুﷺপর্ণা সেনগুপ্তর ছবি ‘অযোগ্য’। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রসেনজিৎ ও তিনি জুটি হিসেবে হাফ সেঞ্চুরি করতে চলেছে এই ছবির হাত ধরে। ছবিটি পরিচালনা করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির গানের পোস্টার নিয়ে কিছুদিন আগে সমস্যা দেখা দিয়েছিল, যদিও পরে তা মিটে যায়।