ඣ ঋত্বিক চক্রবর্তী এদিন নাম না করে রীতিমত আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাদ দিলেন না তাঁর দল তৃণমূল কংগ্রেসকেও। তৃণমূলের সকল নির্বাচিত এমপি এবং এমএলরা যে মুখ্যমন্ত্রীর হাতের পুতুল সেটাই যেন তিনি এদিন বুঝিয়ে দিলেন। কী লিখেছেন ঋত্বিক?
মমতাকে কটাক্ষ করে কী লিখলেন ঋত্বিক?
ꦅঋত্বিক চক্রবর্তী এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আয়োজিত আরজি কর কাণ্ড নিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিলকে একহাত নিলেন। ফেসবুকের পাতায় একটি পোস্টে লিখলেন, 'একটা হ্যান্ড পাপেট নিয়ে মাঝে-মাঝে ভিডিও করি নাম দিই হাতের বাইরে হাতের পুতুল। কাল একটা মিছিলে দেখলাম পায়ে পায়ে হাতের পুতুল।'
💞প্রসঙ্গত গত ৯ অগস্ট আরজি কর থেকে অর্ধনগ্ন অবস্থায় এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে। এরপর একাধিক তথ্য উঠে এসেছে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমেছেন। দোষীদের অবিলম্বে সাজা দিতে হবে উঠেছে আওয়াজ। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচিত মহিলা এমপি এবং এমএলএদের নিয়ে এদিন একটি মিছিল করেন। সেটাকেই কটাক্ষ করেছেন ঋত্বিক চক্রবর্তী।
আরও পড়ুন: ﷽স্টার জলসা সত্যিই আসছে নতুন মেগা? 'জগদ্ধাত্রী' শেষ করে কীসের 'আহ্বান' জানাবেন 'জ্যাস' অঙ্কিতা?
কে কী বলছেন?
💎এক ব্যক্তি লেখেন, 'গতকাল ম্যালেরিয়ার বিরুদ্ধে মশাদের মিছিল ছিল।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনার ইন্ডাস্ট্রির বন্ধুদের অধিকাংশই আপনার পোস্ট এড়িয়ে যান। এই বিপুলসংখ্যক মেরুদণ্ডহীন অমানুষের সঙ্গে নিত্য ওঠাবসা করেও যে আপনি নিজের মেরুদণ্ড টিকিয়ে রাখতে পেরেছেন সেইজন্য আপনার প্রশংসা করতেই হয়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'কি সুন্দরভাবে বললেন স্যার, আমি শুধু ভাবি এই হাতের পুতুল গুলো আয়নায় মুখ দেখে কি করে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'অসাধারণ লেখা।'