আরজি আবহে রাজ্যবাসীর মন এখন এক্কেবারেই ভালো নেই। 🥃এর মাঝেই মানবিকতার খাতিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন পরিচয় গুপ্ত নির্মাতারা। মানবিকতার খাতিরে স্থাগিত করা হল ঋত্বিক চক্রবর্তী, জয় সেগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্তের 'পরিচয় গুপ্ত' ছবির মুক্তি। আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির।
যদিও এর আগে মুক্তির একাধিক তারিখ বদলের পরই পরিচয় গুপ্তের ছবির মুক্তির কথা ঘোষণা করেছিলেন নির্মাতারা। ২০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল রণ রাজ পরিচালিত 'পরিচয় গুপ্ত'। তবে রবিবার নির্মাতা ও পরিচালকের তরফে জানানো হয়, ‘পরিচয় গুপ্ত-এর মুক্তি কিছুসময়ের জন্য স্থগিত র꧂াখা হল। আগামী ২০শে সেপ্টেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না পরিচয় গুপ্ত। ভাবনা এবং মানবিকতা কে মাথায় রেখে এই প🌟র্যায়ে আসা হয়েছে। আমরা দর্শকদের কাছে ক্ষমাপ্রার্থী। সবার ভালো হোক এটাই কামনা করি। সত্যের জয় হবেই।’
সম্প্রতি পরিচয় গুপ্তের ঝলক সামনে আসার পরই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছিল। ১৯২৫-১৯৭০-এর সালের প্রেক্ষাপটে দানা বেঁধেছিল ছবির গল্প। এই পিরিয়ড ফিল্ম তৈরির জন্য প্রায় বছর দেড়ের ধরে প্রস্তুতি নিয়েছিলেন পরিচালক রণ রাজ। 🤡ছবির গল্প লিখেছেন অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়♑, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন রণরাজ।
এক জমিদার ও তার প্রিয় আর্কিওলজিস্টের বন্ধু কে কেন্দ্র করে এই ছবির গল্প। আর্কিওলজিস্টের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত, আর দৃষ্টিহীন জমিদারের চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিককে। এক অর্ধনারীশ্বরের ভূমিকায় দেখা যাবে জয় সেনগুপ্তকে, তাঁর চরিত্রের নাম 'সুবালা'। গল্প অনুযায়ী সুবলাকে ছোট থেকে মেয়ে সাজানো 🔯হত, পরে বড় হয়ে তাঁর নারীসত্তা প্রকাশ পায়। এই সিনেমার পরতে পরতে রয়েছে রহস্য। । তৎকꦦালীন সময়কার বাবু কালচার ও শহর কলকাতার ছবিটা উঠে আসবে ছবিতে।
পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেড ও পাণ্ডে মোশান পিকচার্স-এর ব্যানারে আসার কথা ছিল ছবিটির তবে আপাতত এই ছবি আসছে না দর্শক দরবারে। পরে কবে মুক্তি পাবে 'পরিচ🐟য় গুপ্ত', তা এখনও নির্মাতাদের তরফে জানানো হয়নি🎀।