রাম চরণ, জুনিয়ার এনটিআর, আলিয়া ভাটের ‘RRR’-এর বিজরথে বাধা! সোমবার সবচেয়ে কম টিকিট বিক্রি হল এই ছবির। ২৫ মার্চ মুক্তি পাওয়া এই ছবির টিক🎉িট ৪৫ শতাংশ কম বিক্রি হল। জানা যাচ্ছে, সোমবার ৭ কোটির ব্যবসা করেছে ‘RRR’। যার ফলে টাকার মূল অঙ্ক দাঁড়াল ১৯০.২০ কোটিতে (ভারতে)।
এর আগের উইকডেগুলির তুলনায় গতকাল সোমবার ৪৫ শতাংশ কম টিকিট🐲 বিক্রি হয়েছে। যা বোঝা যাচ্ছে আজই হয়তো ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ছবিখানা। যা ভেঙে দেবে ‘কাশ্মীর ফাইলস’, ‘সূর্যবংশী’র রেকর্ড।
ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, ‘🐽করোনা পরবর্তী সময়ে দ্বিতীয় হিন্দি ছবি হতে চলেছে RRR যা ২০𒅌০ কোটির ঘর পেরিয়েছে। দিতীয় সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী এই ছবি শুক্রবার ব্যবসা করেছে ১৩.৫০ কোটিক, শনিবার ব্যবসা করেছে ১৮ কোটি, রবিবার ২০.৫০ কোটি, সোমবার ৭ কোটি।’
ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরꦍণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর) স𒉰ম্পর্কে একটি কাল্পনিক গল্পগাথা রাজামৌলির এই ছবি। এই দুই স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ছবিতে জুনিয়র এনটিআর ও রামচরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে আলিয়া ভাট ও অজয় দেবগণের।