সব্যসাচী চক্রবর্তী ও মিঠু চক্রবর্তী। টলিপাড়ার জনপ্রিয় এই দম্পতিকে কে না চেনেন! অভিনেতা হিসাবেও তাঁরা দুজনেই বেশ পরিচিত নাম। তবে এদের দুজনের মধ্যে সব্যসাচী চক্রবর্তী বেশি পরিচিত 'ফেলুদা' হিসবেই। এই চরিত্রে বেশ জনপ্রিয়ও ছিলেন তিনি। আবার তাঁর স্ত্রী ম🌞িঠু চক্🌜রবর্তীও অভিনয় দুনিয়ার বেশ পরিচিত নাম। ১৯৮৬ সালে মিঠু চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল সব্যসাচী চক্রবর্তীর। তবে কি জানেন একসময় সব্যসাচীকে ‘মামা’ বলে ডাকতেন মিঠু।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। ঠিক যেমনটা নিজের পিসতুতো দিদিকে বিয়ে করেছিলেন সত্যজিৎ রায়। তেমনই একদিন নিজের ‘ভাগ্নী’কে বিয়ꦰে করে ফেলেছিলেন সব্যসাচী। অবাক হচ্ছেন তো? একসময় শাশ্বত চট্টোপাধ্যায়ের শো 'অপুর সংসার'এ পুরো বিষয়টি নিজেরাই খোলসা করেছিলে সব্যাসাচী চক্রবর্তী ও তাঁর সহধর্মিনী মিঠু চক্রবর্তী।
মিঠু চক্রবর্তীর বাবা ছিলেন এয়ার ফোর্সের ফাইটার পাইলট। বাড়িতে কড়া শাসনের মধ্যে তাঁর বড় হওয়া। সেখান থেকে অভিনয়ের জগতে এলেন কীভাবে? প্রশ্নের জবাবে মিঠু চক্রবর্তী বলেছিলেন বিয়ের পরই তাঁর অভিনেত্রী হওয়ার সফর শুরু। বিয়ে প্রসঙ্গে মিঠু দেবী বলেন, ‘এটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। ওরাও দিল্লিতে থাকত, আমারও দিল্লিতে থাকতাম। আমর মায়ের সঙ্গে ওর দূর সম্পর্কের আত্মীয়তা ছিল’। শাশ্বতর প্রশ্ন ছিল, ‘প্রথম দেখা কোথায় হয়েꦫছিল? বড় হওয়ার পর না ছোটবেলায়?’ উত্তরটা ছিল 'ছোটবেলায়’। পুরনো কথা বলতে গিয়ে মিঠু বলেন,'তখন টেপজামা পরে পাঁচিলের উপর আমি হাঁটছি। ওরা আমার বাড়িতে ঢুকছে। ওইটুকু বয়স থেকে আমি ওকে চিনি'। এই কথা༺য় হাসি চেপে সঞ্চালক পালটা বলেন, ‘ ওই স্মৃতিটা তো মুছে যায়নি মন থেকে। এমন মেয়েকে বিয়ে করতে গিয়ে ভয় পাসনি বেণুদা? কবে বাড়ির কার্নিস দিয়ে হাঁটবে!’
শাশ্বতর কথা শেষ হওয়ার আগেই মিঠু চক্রবর্তী বলে উঠেন, 'তখন বিয়ে কোথায়? তখন তো বেণু মামা'। এই কথা শুনে মশকরা করতে ছাড়েনꦑনি শাশ্বত। আর তখনই মিঠু চক্রবর্তী মনে করিয়ে দেন দূর সম্পর্কের আত্মীয়তা ছিল তাঁদের। তিনি আরও জানান তাঁর অভিনয় জগতে আসা প্রথম সন্তানের জন্মের পর। শ্বশুরবাড়িতে সকলেই থিয়েটারের সঙ্গে যুক্ত ছিল, সেই থেকেই আগ্রহ জন্মায় তাঁর। সম্প্রতি তথাগত বন্দ্যোপাধ্যায় নামে নেটিজেনের পোস্টে আরও একবার নতুন করে উঠে আসে এই পুরনো কথাগুলিই।