রতন টাটা, বুধবার রাত থেকে এই নামটিই বারবার উঠে আসছে আলোচনায়। শিল্পপতির প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। গতরাতে প্রয়াত হন টাটা সনসের চেয়ারম্যান এমেরিটাস বছর ৮৬-র রতন টাটা। আর এরপর থেকে বারবার এই নামট🌳িই ফিরে আসছে সকলের মুখে মুখে, তাঁর কার🍌ণ, তিনি শুধুই শিল্পপতি নন, মানুষ হিসাবেও দেশবাসীর কাছে তাঁর পরিচিতি অনেক বড়। যেকথা তাঁর মৃত্যুর পর মনে করিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি জানেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবেও তিনি অনেককে টপকে গিয়েছিলেন।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (পূর্বের টুইটার)-এ তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১৩ মিলিয়নেরও বেশি। আর ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১০ মিলিয়ন। যিনি কিনা তাই যেকোনও মেগা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারেন। যদিও এবিষয়ে রতন টাটা নিজে জানিয়েছিলেন, ‘আমি এই ব্রেকিং দ্যা ইন্টানেট বিষয়টা ঠিক জানিಌ না, তবে আমি ইনস্টাগ্রামে আপনাদের সকলের সঙ্গে যোগ দিতে পেরে খুবই খুশি! জনজীবন থেকে দীর্ঘদিন দূরে থাকার পর, আমি নিজের গল্প আদান-প্রদান এবং নেট দুনিয়ার এই বৈচিত্র্যময় সম্প্রদায়ের সঙ্গে বিশেষ কিছু তৈরি করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’
তবে কি মজার বিষয় কি জানেন? টুইটার, ইনস্টাগ্🅷রামে রতন টাটাকে এত মানুষ অনুসꦍরণ করলেও তিনি কখনও সোশ্যাল-নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাউকে অনুসরণ করেননি।
তবে নেটদুনিয়ায় ইনফ্লুয়েন্সার হিসাবে সকলকে ছাপিয়ে তাঁর এক্কেবারেই সময় লাগেনি। একবার তিনি নিজেই নিজের অল্পবয়সের পুরনো একটা 🅘ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যেখানে সাদা টি-শার্ট পরে একটা চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে। ছবির ক্যাপশানে তিনি লিখেছিলেন, ‘আমি গতকাল এটা যখন পোস্ট করতে যাচ্ছিলাম, তখন আমাকে থ্রোব্যাক এবং বৃহস্পতিবার এটা কীভাবে ঘটে সে সম্পর্কে বলা হয়েছিল। তাই এখানে রইল আমার LA (লস অ্যাঞ্জেলস)সেই দিনগুলির একটা থ্রোব্যাক, আমি আনন্দের সাথে ভারতে ফিরে আসার ঠিক কিছুক্ষণ আগে।’ আর এই ছবিতে লাইক ১ মিলিয়নও ছাপিয়ে গিয়েছিল।
আরও পড়ুন-গর্ভের সন্তান 𓆏আসার পর শুধুই দূর-ছাই করেছেন একসময়ের আদরের পুটুকে, আজ সেই ভুলেরই…: পরীমনি
জানা যায়, এই ছবিটি যখন তোলা হয়েছিল, তখন রতন টাটার বয়স ছিল মাত্র ২৫। এ꧅ই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছিল। একজন লেখেন, 'ঈশ্বর আবার আপনার মতো সুন্দর মানুষ তৈরি করা বন্ধ করে দিয়েছেন।' কেউ লেখেন, 'লিওনার্দো ডিক্যাপ্রিও, ব্র্যাড পিট, রবার্ট ডাউনি জুনিয়র তাঁর সামনে কিছুই নন..'। কারোর মন্তব্যে লেখা ছিল, 'আমি এই লোকটির প্রতি আচ্ছন্ন।' এমনই অসংখ্য কমেন্টের বন্যা বয়ে যায়।
এরপরও সোশ্যাল মিডিয়ায়💯 বহু পুরনো ছবি পোস্ট করে নেটপাড়ার মানুষজনকে নস্টালজিক করে তুলেছিলেন রতন টাটা।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, ধমক, হুমকির বিষয়টি যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। ২০২০ সালে এই বিষয়েও কথা বলেছিলেন রতন টাটা। লিখেছিলেন, 'আজ আমরা যা দেখি তার চেয়ে আমাদের আরও বেশি সংবেদনশীল হওয়া, দয়ালু হওয়া প্রয়োজন... অনলাইনে আমার উপস্থিতি সীমিত, তবে আমি সত্যিই আশা করি ঘৃণা এবং গুন্ডামি না করে, আপনাার প্রত🍎্যেকের জন্য সহানুভূতিশীল হবেন, এবং সমর্থনের জায়গায় বিকশিত হবে, কারণ সে যাই হোক না কেন।'