🅘 কিং খান শাহরুখের 'চাক দে! ইন্ডিয়া' ছবিতে অভিনয় করে চর্চায় উঠে এসেছিলেন। ছবিতে প্রীতি সাভারওয়ালের চরিত্রে অভিনয় করেছিলেন সাগরিকা ঘাটগে। তবে পেশায় অভিনেত্রী হলেও সিনেমা প্রচুর কাজ করেছেন এমনটাও নয়। শেষবার ২০২০ সালে 'ফুটফেয়ারি' ছবিতে অভিনয় করেছিলেন সাগরিকা। ২০১৭ সালে ক্রিকেটার জাহির খানকে বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন সাগরিকা। অভিনেত্রী হওয়ার থেকেও জাহিরের ভূমিকাতেই বেশি পরিচিত তিনি।
🐠সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহিরের সঙ্গে ভিন ধর্মে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাগরিকা ঘাটগে। অভিনেত্রীর অবশ্য বক্তব্য, তাঁর ভিন ধর্মে বিয়ে নিয়ে বেশি আলোচনা হলেও আসল বিষয় হল সঠিক সঙ্গী খুঁজে পাওয়া, যাঁর সঙ্গে মূল্যবোধের, মনের মিল হয়। ইসলাম ধর্মাবলম্বী জাহিরকে বিয়ে নিয়ে তাঁর পরিবারের কী প্রতিক্রিয়া ছিল?
💯তাঁর বাড়িতে এবিষয়ে কোনও আলোচনা হয়েছিল কিনা জানতে চাইলে সাগরিকা বলেন, ‘না, আসলে ঠিক সেটা নয়। আমার মনে হয় এটা নিয়ে বাইরের লোকজনই বেশি আলোচনা করেছিল। তবে আমার মনে হয়, বাবা-মা খুব প্রগতিশীল। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছিল ঠিকই, তবে আমার মনে হয়, আমার জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। যাঁর সঙ্গে আমি আমার গোটা জীবন ভাগাভাগি করে নিতে পারি।’
💫স্মৃতির পাতায় ফিরে গিয়ে সাগরিকা সেই সময়ের কথায় ফিরে যান, যখন জহির তাঁর বাবার সঙ্গে প্রথম দেখা করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘একবার জহির আমার বাবার সঙ্গে দেখা করেছিলেন, তখন এটাই ছিল সবচেয়ে সুন্দর সম্পর্ক... এমনকি আমার মায়ের সঙ্গেও ও দেখা করে। আমার তো মনে হয়, মা আমার চেয়েও ওঁকে বেশি ভালোবাসেন।’
🌠আরও পড়ুন-‘ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হল.. আমরা ব্যস্ত ছিলাম’! বাবা-মা হচ্ছেন পরমব্রত-পিয়া
ജকীভাবে জাহিরের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে? সাগরিকা বলেন, ২০১৬ সালে যুবরাজ সিংয়ের বিয়েতে জহিরের সঙ্গেই হাজির হয়েছিলেন তিনি। তখনই তাঁদের সম্পর্কের কথা জানা জানি হয়ে যায়। সাগরিকার কথায়, ‘আমার মনে আছে, যুবির বিয়েতে যাওয়ার সময়ই আমি বাবাকে গিয়ে বলেছিলাম যে আমি জাহিরের সঙ্গে ডেট করছি। কারণ আমি যখন যুবির বিয়েতে যাব ঠিক করেছিলাম, তখনই জানতাম যে এটা ঘটবে। তাই আগেই বিষয়টা আমাকে আমার বাবাকে বলতে হয়েছিল এবং আমার বাবাকে জাকের (জাহির)-এর সঙ্গে দেখা করতেও হয়েছিল’ তিনি বলেন, ‘ আমরা আগুনে পুড়ে যাওয়া ঘরের মতো একসঙ্গে ছিলাম।’
👍প্রসঙ্গত ২০১৭ সালে জাহিরকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেন সাগরিকা, তাঁকে এই বিয়ের জন্য ধর্মান্তরিত হতে হয়নি।