সম্প্রতি সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর অবসর গ্রহণের কথা ঘোষণা করেছܫেন। আর তারপরই তাঁর অনুরাগীরা তো বটেই, গোটা দেশের ফুটবল প্রেমীদের মন ভারাক্রান্ত। বাদ গেলেন না তাঁর শ্যালক তথা অভিনেতা সাহেব ভট্টাচার্যও। তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন সুনীল ছেত্রীর অবসর গ্রহণের কথা শুনে।
আরও পড়ুন: প্রেমিকা কৌশানি তো ছিলেনই, ﷺএবার পদ্মের মায়া কাটিয়ে ঘাসফুলে যোগদান বনির
সুনীল ছেত্রীকে নিয়ে কী জানালেন সাহেব ভট্টাচার্য?
সা♚হেব ভট্টাচার্যর বাবা সুব্রত ভট্টাচার্য আগেই জামাই সুনীলের এই অবসর গ্রহণের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছেন। এবার সেই প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন, 'উনি আরও দুই তিন বছর খেলতে পারতেন। তবে আমার মনে হয় সঠিক সময়ই অবসরের ๊সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ৯ এনবর জার্সির সেই দুর্দান্ত পারফরমেন্স মাঠে আর দেখা যাবে না এটাই কষ্টের।'
আরও পড়ুন: কা🔯ন ফিল্ম মার্কেটে এবার ‘জয়গুরু’র রমরমা! পার্বতী বাউলের জীবনী আসছে সৌমꦕ্যজিতের হাত ধরে
আরও পড়ুন: প্রচারের ফাঁকে হুগলিতেই দিদি নম্বর ওয়ানের শ্যুটিং! নিয়ম ভেঙেছেন🐼 রচনা, দাবি লকেটের
এদিন একই সঙ্গে জানান এতদিন ব্যস্ততার জন্য সুনীল তাঁর ছেলে ধ্রুবকে সেই অর্থে সময় দিতে পারতেন না। কিন্তু এ🍒খন হয়তো পারবেন। তবে এদিন তিনি আরও জানান সুনীল ছেত্রীর অবসর গ্রহণের কথা শুনে আরও অনেকেই যেমন আবেগপ্রবণ হয়ে পড়েছেন তেমন একই হাল হয়েছিল তাঁদের বাড়িতেও। সাহেবের কথায়, 'আমার মা বোন সকলেই কেঁদে ফেলেছিলেন। সুনীলের মাও কেঁদে ফেলেন প্রথমে এই কথা শুনে।' তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিল𒉰েও ক্লাবের হয়ে 'অধিনায়ক' এখনও ফুটবল খেলবেন।
আরও পড়ুন: ভরা মঞ্চে গান গাইছেন জুবিন গর্গ, 🌞আচমকাই স্টেজে উঠে গায়ককে জাপটে চুমু মহিলা হোমগার্ডের! তারপর..ไ.
অন্যদিকে সাহেব ভট্টাচার্য বর্তমানে ব্যꦍস্ত তাঁর ধারাবাহিক কথা নিয়ে। বহু বছর পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন। আর ফিরেই ম্যাজিক দেখাচ্ছেন। তাঁর এবং সুস্মিতার রসায়নে বুঁদ দর্শকরা। তাই তো এই সপ্তাহের টিআরপি লিস্টে সবার উপরে জ্বলজ্বল করছে সাহেব সুস্মিতার ধারাবাহিক 'কথা'র নাম। এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যা সাতটা থেকে স্টার জলসার পর্দায় দেখা যায়।