♋ মুম্বইয়ে অনুষ্ঠিত হল আদর জৈন এবং আলেখ্য আডবানির বিয়ের অনুষ্ঠান। তারকা খচিত এই বিয়েতে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, করিনা কাপুর খান, আলিয়া ভাট, সইফ আলি খান এবং আরও অনেকে।
🗹অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন সইফ কারণ কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গতমাসে আচমকাই আততায়ীর হামলায় জখম হয়ে পড়েছিলেন তিনি। অপারেশনের পর আপাতত তিনি একেবারে সুস্থ।
আরও পড়ুন: ⭕রেখা বা জয়া নয়, অমিতাভ বচ্চনের সব থেকে হিট নায়িকা তিনিই, আবারও পর্দায় ফিরছেন রানাঘাটের মেয়ে রাখি
আরও পড়ুন: 🔜যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার ডিভোর্সের খবর নিশ্চিত করলেন আইজীবী, খোরপোষ নিয়ে কিছু কী বললেন?
✅অপারেশনের পর বেশ কিছুদিন বাড়িতেই ছিলেন অভিনেতা। তবে শ্যালকের বিয়ে উপলক্ষে সস্ত্রীক তিনি উপস্থিত হয়েছিলেন শ্বশুরবাড়িতে। পালন করেছেন জামাই বাবুর সমস্ত দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো।
🔥শনিবার একজন রেডডিট ব্যবহারকারী একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সইফ করিনার খুড়তুতো ভাই আদরকে মালা পরিয়ে স্বাগত জানাচ্ছেন। শুধু তাই নয়, শ্যালককে জড়িয়ে ধরে আলিঙ্গন করতে দেখা যায় অভিনেতাকে।
♈সইফ যখন জামাইবাবুর কর্তব্য পালন করেছিলেন ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী করিনা। স্বামীকে মুগ্ধ দৃষ্টিতে দেখছিলেন তিনি। শুধু তাই নয়, নিজের হাসি থামাতে পারেননি করিনা। ভিডিয়োয় করিনার প্রতিক্রিয়া এড়ায়নি কারোর চোখ।
⛄করিনার প্রতিক্রিয়া দেখে একজন লিখেছেন, সইফ ও করিনা আক্ষরিক অর্থেই সুখী দম্পতি। অন্য একজন লিখেছেন, করিনা ব্যাকগ্রাউন্ডে হা হা!! তৃতীয় একজন লিখেছেন, সইফ এখানে নারাজ জিজা নন।
আরও পড়ুন: 🌼গানের তালে এবার নাচ করবে বাঘও! আসছে ড্যান্স বাংলা ড্যান্স, মহাগুরু হিসেবে মিঠুন থাকছেন?
আরও পড়ুন: 𝔉বিদায়! 'নিম ফুলের মধু' শেষ দিনের শ্যুটিং, সেট ছাড়তে গিয়ে মন খারাপ রুবেলের
♒প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর মাসে একসঙ্গে যাত্রা শুরু করেন আদর এবং আলেখ্য। চলতি বছরের গড়ার দিকে গোয়ায় খ্রিস্টান মতে বিয়ে করেন তাঁরা। অবশেষে ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ে হিন্দু মত অনুসারে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি।