ফের গ্যাংস্টার লরেন্স বি🌠ষ্ণোই-এর হুমকি। সলমন খানের জীবনহানির আশঙ্কা। 'ভাইজান'-এর নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই সল্লুকে Y+ নিরাপত্তা দেওয়া হয়েছে।
কয়েকদিন আগের ঘটনা, সলমন ঘনিষ্ঠ পাঞ্জাবি গায়কের কানাডার বাড়ির সামনে গুলি চলে। আর এই অপরাধের কথা স্বীকার করে লরেন্স বিষ্ণোই-এর তরফে ফেসবুকে বিশেষ পোস্ট করা হয়। লেখা হয়, ‘সলমন খানের সঙ্গে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক, তবে সে সম্পর্ক আপনাকে রক্ষা করবে না। দেখি আপনার 'ভাই'-এসে🐟 আপনাকে কীভাবে বাঁচায়। এই বার্তাটি সলমন খানের জন্যও দেওয়া হচ্ছে। দাউদ ইব্রাহিম আপনাকে আমাদের নাগাল থেকে রক্ষা করতে পারবে না। তাই এমন চিন্তা করে বোকামো করবেন না। কেউ আপনাকে বাঁচাতে প🐠ারবেন না।’
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর তরফে এমন হুমকি বার্তার পরই নড়েচড়ে🎉 বসেছে মুম্বই পুলিশ। এদিকে যে পাঞ্জাবি গায়ক গিপ্পি গ্রেওয়ালের বাড়ির সামনে গুলি চলেছে, তিনি জানিয়েছেন, ‘সলমন আমার বন্ধু নন, আমি ওঁর সঙ্গে মাত্র দু'বার দেখা করেছি।’
আরও পড়ুন-দ্ব💎িতীয়বার মা হলেন শুভশ্রী, ‘রাজ’ পরিবারে সুখবর, ছেলে হল 💜না মেয়ে?
এদিকে লরেন্স বিষ্ণোই-এর হুমকি পোস্ট প্রসঙ্গে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে,🤪 ‘আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খতিয়ে দেখছি, বের করার চেষ্টা করছি যে পোস্টটি কোথা থেকে করা হয়েছে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি বিষ্ণোই- আসল অ্যাকাউন্ট কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু বিষ্ণোই এখন জেলে, তাই কারা ไএই অ্যাকাউন্ট পরিচালনা করছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
সলমন খানকে লরেন্স বিষ্ণোই-এর হুমকি ঘটনা এই প্রথম নয়। এর আগেও তাঁকে প্রাণে মারার কথা বলে বহুবার হুমকি চিঠি ও ম🐈েইল পাঠানো হয়েছে। গত বছর (২০২২)থেকেই অভিনেতার নিরাপত্তা Y-Plus পর্যন্ত বাড়ানো হয়েছে। এমনকি অভিনেতাকে ব্যক্তিগত অস্ত্র বহনের লাইসেন্সও দেওয়া হয়েছে। সলমন একটা নতুন বুলেট প্রুফ গাড়িও কিনেছেন।
প্রসঙ্গত, দিল্লি পুলিশকে লরেন্স বলেছিলেন যে তার সম্প্রদায় সলমন খানকে ক্ষমা করবে না যতক্ষণ না তিনি একটি কৃষ্ণসার হরিণ হত্যার জন্য ক্ষমা না চাইবেন। এই হরিণ বিষ্ণোই সম্প্রদায়ের দ্বারা পবিত্র বলে বিবেচিত হয়। তাঁদের সম্প্রদায় কৃষ্ণসারকে তাঁদের ধর্মীয় গুরুর পুনর্জন্ম বলে মনে করে, যা ভগবান ꧑জাম্বেশ্বর যা জামবাজি নামেও পরিচিত। তাই এর শাস্তি খালাস। আদালত রায়ই তাই এক্ষেত্রে শেষ কথা বলবে না।