আয়েশা জুলকা তাঁর সময়ের একজন সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রী। তিনি তাঁর কর্মজীবনে অনেক হিট ছবি দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা🧸 জানিয়েছেন যে, ৯০-এর দশকে সেটে নিরাপত্তা এত ভালো ছিল না। তিনি বর্ণনা করেছেন কীভাবে সালমান এ𓆉কবার ‘কুরবান’ ছবির শুটিংয়ের সময় তাঁর প্রাণ বাঁচিয়েছিলেন।
আয়েশার সাথে কী ঘটেছিল?
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে আয়েশা জানান, সেই সময় ওয়াকিটকি ছিল না এবং লোকেরা সেটে চিৎকার করে নির্দেশ দিত অথবা দূর থেকে পতাকা নাড়িয়ে ইশারা করত। ‘একবার ইগাতপুরি রেলপথের কাছে আমরা শুটিং করছিলাম এবং আমাদের বলা হয়েছিল যে, সেই সময় কোন ট্রেন আসবে না। আমরা 🔯রেললাইনে শুটিং করছিলাম। ক্যামেরাম্যান ক্যামেরা সেট করে রেখেছিলেন। আমাকে রেললাইনে নাচতে হবে এবং আম💫ার আগে সলমনকে নাচতে হবে।
সলমন প্রাণ বাঁচিয়েছিলেন
আয়েশা আরও বলেন, ‘আমাদের গান জোরে বাজছিল। আমরা বা♛রবার রিহার্সাল করছিলাম এবং ঠিক তখনই কেউ আমাকে জোরে ধাক্কা দিল এবং আমার মনে হল যেন আমার সব অঙ্গপ্রতঙ্গ কেঁপে উঠল। সেটি ছিলেন সলমন। তিনি আমাকে জোরে টেনে নিয়ে গেলেন কারণ তিনি টের পেয়েছিলেন যে ট্রেন আসছে।’ আয়েশা জানান, তিনি এক মুহূর্তের জন্য বুঝতে পারেননি কী হয়েছে। সবাই বলেছিলেন যে সলমন তাঁর প্রাণ বাঁচিয়েছেন।
আয়েশা বেশ কিছু সুপারহিট ছবিতে অভ🌊িনয় করেছেন যেমন খিলাড়ি, চাচি ৪২০, যো জিতা ওহি সিকান্দার। সম্প্রত𝐆ি তিনি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে দেখা গেছে।