বলিউডের অন্যতম সেরা পরিচালক রাকেশ রোশন সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছেন যখন তাঁকে মুম্বইয়ের রাস্তায় গুলি করা হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর রাকেশ রোশন নিজেই গাড়ি চালিয়ে থানায় গিয়েছিলেন। এরপর তাঁকে হাস🉐পাতালে নিয়ে যাওয়া হয়। রাকেশ রোশন সেই🦋 ঘটনার কথা স্মরণ করে বলেছেন যে, কীভাবে সেই ঘটনার পর থেকে তিনি নিজের নিরাপত্তারক্ষীদের কাছেই ভয় পেতে শুরু করেছিলেন।
একটি সংবাদ সংಞস্থার সাথে বিশেষ আলাপচারিতায় রাকেশ রোশন বলেছেন, ‘যতই নিরাপত্তারক্ষী আপনার চারপাশে থাকুক না কেন, আপনি তবুও লক্ষ্যবস্তু হতে পারেন। যদি কেউ আপনাকে আঘাত করতে চায়, তাহলে নিরাপত্তারক্ষীরা কিছুই করতে পারবে না।’
রাকেশ রোশন জানিয়েছেন, ২০০০ সালে যখন তাঁকে গুলি করা হয়েছিল, তখন তাঁকে দুজন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। তিনি বলেছেন, ‘এই ঘটনার পর, আমাকে দুজন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল। আমি গাড়ির সামনে বসতাম, আ𝐆র ওরা দুজনে পিছনে, এতে আমার আরও ভয় লাগত। ওরা দুজ☂নে পিছনে বসে আছে বন্দুক নিয়ে। কখনো কিছু হয়ে গেলে, ওরা পিছন থেকে আমাকে মেরে ফেলবে না তো?’
রাকেশ রোশন বলেছেন যে, নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে তাঁর দম বন্ধ হয়ে যেত। যখন তিনি সমুদ্র সৈকতে হাঁটতে যেতেন, তখন দুজন নিরাপত্তারক্ষী তাঁর সাথে থাকত। তিনি বলেছেন যে, তিনি বুঝতেই পারছিলেন না কী হচ্ছে। এই বিষয়ে বিরক্ত হয়ে রাকেশ নিজের নিরাপত্তা সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেছেন যে, তিনি বি🦂রক্ত হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে, নিরাপত্তা সরিয়ে দাও, দেখা যাক কী হয়।
রাকেশ রোশন💦ের ছবি ‘কহো না পিয়ার হ্যায়’ মুক্তির এক সপ্তাহের মধ্যেই মুম্বইয়ের রাস্তায় তাঁকে গুলি করা হয়েছিল। উল্লেখ্য, ‘কহো না পিয়ার হ্যায়’ ছিল হৃতিক রোশন এবং আমিষা প্যাটেলের অভিষেক চলচ্চিত্র🅠। ছবিটি ২০০০ সালে মুক্তি পেয়েছিল।