চারদিন আগের ঘটনা, মুম্বই পুলিশের কাছে হু🃏মকি বার্তা আসে সলমন খানের জন্য! বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করার পর সলমন খানের সুরক্ষা নিয়ে দম ফেলার ফুরসৎ নেই মুম্বই পুলিশের। চাপে প্রশাসন। বিষ্ণোই গ্যাং-এর হুমকির মুখে পড়েও মাথানত করতে রাজি নন ভাইজান। তাঁর বাবা সেলিম খান স্পষ্ট জানিয়েছেন, কোনও প্রাণী হত্যা করেনি সলমন, ক্ষমা চাইবেন না তিনি।
ওদিকে খুনের হুমকি, প্রিয়জনের মৃত্যুর যন্ত্রণা চেপেও কর্তব্যে অবিচল সলমন। চালিয়ে যাচ্ছেন বিগ বস ১৮-র শ্🌱যুটিং। সলমন খানকে পাঠানো ৫ কোটির হুমকি মামলায় সোমবার নয়া আপটেড এল। মুম্বই পুলিশ জানিয়েছে, ওই বার্তার প্রেরক𒆙 পালটা ক্ষমা চেয়ে ফের মেসেজ পাঠিয়েছে। তিনি দাবি করেছেন যে হোয়াটসঅ্যাপে হুমকি বার্তাটি ভুল করে পাঠানো হয়েছিল।
মুম্বই পুলিশের সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, সোমবার🅘 ওই একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আরও একটি মেসেজ পায় মুম্বই ট্রাফিক পুলিশ।নতুন বার্তায়, প্রেরক স্বীকার করেছেন যে ভুলবশত লরেন্স বিষ্ণোইয়ের নাম করে হুমকি পাঠানো হয়েছিল এবং এর জন্য ক্ষমাও চেয়েছে সে।
পুলিশ ইতিমধ্যেই সেই ব্যক্তিকে সনাক্ত করেছে যিনি এই বার্তাটি পাঠিয♉়েছিলেন তিনি ঝাড়খণ্ডে রয়েছেন এবং বর্তমানে আরও তদন্ত চলছে।
কী হুমকি মেসেজ পাঠানো হয়েছিল সলমন খানকে?
গ🌼ত ১৮ অক্টোবর মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি মেসেজ আসে। লেখা ছিল, ‘সলমন খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে।’ হুঁশিয়ারি দিয়ে আরও লেখা হয়, ‘যদি টাকা না দেওয়া হয়, তবে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’
বাবা সিদ্দিক হত্যাকাণ্ড
মহারাষ্ট্রের 🌟প্রাক্তন মন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকে গত ১২ অক্টোবর রাতে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বিধায়ক পুত্র জিশান সিদ্দিকির অফিসের সামনে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য বলে দাবি করা এক ব্যক্তি এই হত্যার দায় স্বীকার করে। অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ যে কারও একই পরিণতি হবে বলেও দাবি করেছে হত্যাকারীরা। এই মামলায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।