বর্তমানে সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এমনকী, বাংলা ছাপিয়ে গোটা দেশে পড়েছে এর প্রভাব। আর এবার এটি আসতে চলেছে রুপোলি পর্দায়। পারিন মাল্টিমিডিয়া এবং চলচ্চিত্র নির্মাতা সৌরভ তিওয়ারি বানাতে চলেছেন সিনেমাটি। এই বছরের আগস্টের মধ্যে ছবিটি ফ্লোরে যাবে বলে খবর মিলছে। আপ♈াতত চিত্রনাট্য ও ছব♔ির কাস্ট চূড়ান্ত করার কাজ চলছে। ২০২৫ সালে ছবির মুক্তি পাওয়ার কথা।
‘সব সাতরঙ্গি’ এবং ‘কৃষ্ণ চলি লন্ডন’-এর মতো শো-এর স্রষ্টা সৌরভ তেওয়ারি এই ছবির জন্য পরিচালকের চেয়ারে বসতে প্রস্তুত৷ নিজের এই সিদ্ধান্তের কথা বলতে গিয়ে সৌরভ বলেন🌄, ‘সন্দেশখালি নামটা যে শুনবে তার মনেই একটা আটঙ্কের ছবি তৈরি হবে। দেশের একটি রাজ্যে এই ধরনের বর্বরোচিত পরিস্থিতি কীভাবে বিরাজ করছে তা বিষ্মিত করেছে সকলকে। খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে আমাদের দেশ। এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে, এই ভয়ংকর ঘটনা সম্পর্কে সচেতনতা তৈরি করা আমাদের দায়িত্ব হয়ে যায়। 🍌যাতে আমরা সকলেই সচেতন হতে পারি এবং এরকম পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারি।’
আরও পড়ুন: ধ💜র্মেন্দ্রকে ছাড়া রাত কাটে হেমার! মেনে নিলেন স্বামীর পায়ে চোট লাগার কথা, ক🌸েন থাকেন না একসঙ্গে
তিনি আরও যোগ করেছেন, ‘আমরা ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনেই আমাদের ছবির প্রথম প্রথম মোশন পোস্টার প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি যাতে এই মহিলারা যে ভয়ঙ্কর এবং আতঙ্কজনক যন্ত্রণার মুখোমুখি হয়েছিল এবং তাদের সাহস সারা বিশ্বের মানুষের কাছে উন্মোচিত হয়♌।’
আরও পড়ুন: আম্বানিদের ছোট রাজপুত্র অনন্তের বউ রাধিকা কত কোটির মালিক 🍌এখন? 🦹বলছেন, ‘খুব কম লোকই…’
জানুয়ারির শুরু থেকেই উত্তপ্ত সন্দেশখালি। রেশন দুর্নিতী তদন্তে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে, মারধর খেতে হয় ইডি অফিসারদের। এরপর থে🃏কে ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। এখন শুধু আর রাজ্যের আভ্যন্তরীন ব্যাপার নয় এটি, গোটা দেশেই ছড়িয়ে পড়েছে এই আঁচ। সেই এলাকা থেকে ফেরার একাধিক হেভি ওয়েট তৃণমূল নেতা। সেখানকার মহিলারা যৌথভাবে তুলেছেন যৌন নিপীড়নের অভিযোগ। কিছুদিন আগে এক সংবাদিককে গ্রেফতার করা নিয়ে ꦉফের উত্তাল হয়েছিল পরিস্থিতি।
আরও পড়ুন: ডান্স বাংলা ডান💯্সের সেনসেশন! কীভাবে নাচ শেখা যায় ‘মিশকা’ অহনার♏ কাছে, খরচই বা কত?
বর্তমানে অবশ্য গ্রেফতার হয়েছেন শাহজাহান শেখ। ৫ জানুয়ারির পর থেকেই অধরা ছিলেন। তারপর গ্রেফতার হন ২৯ ফেব্রুয়ারি মিনা🐎খাঁ থেকে। আপাতত সিবিআই-এর হেফাজতে আছেন তিনি। নিজাম প্যালেসে আনার আগে জোক🌱া ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য়।