মুক্তির এক দশকেরও বেশি সময় পর, সন অফ সর্দার (২০১২) এখন তার সিক্যুয়াল 'সন অফ সর্দার ২' মুক্তির অপেক্ষায় রয়েছে। সিক্যুয়েলে অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে ফের একসঙ্গে দেখা যাওয়ার কথা ছিল। তবে মিড-ডে-র রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি সঞ্জয়কে সরিয়ে দেওয়া হয়ে✱ছে। সেই জায়গায় এ💃সেছেন রবি কিষাণ।
সঞ্জয় দত্ত বাদ পড়ার কারণ
সঞ্জয় স্কটল্যান্ডে শুটিং হও♊য়া সিনেমাটি থেকে বাদ পড়েছেন। অতীতে কারাবাসের কারণে সঞ্জয়কে ভিসা দেওয়া হয়নি। এই প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘১৯৯৩ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে সঞ্জু আমেরিকা ভ্রমণ করলেও একাধিকবার ব্রিটেনের ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু কখনও পাননি। 'সন অফ সর্দার ২'-এর শুটিংয়ে তাঁকে ইউকে সফর করতে হত। কিন্তু অজয়ের টিম যখন জানতে পারে যে সিনিয়র অভিনেতার ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে, তখন সেই জায়গায় রবি কিষাণকে আনা হয়।’
আরও পড়ুন: এবার মহিলাদের সিঁদুর পরা নিয়ে বিস্ফো🅺রক ঋষি! দেবযানীকে ‘ডিভোর্সের’ নেপথ্য আসলে কী
সূত্রটি আরও জানিয়েছে যে, সঞ্জয়ের ভিসা সমস্যা হাউসফুল ৫-এর শুটিংয়েও প্রভাব ফেলতে পারে। কারণ অক্ষয় কুমার অভিনীত কমেডি ছবিটির শুটিং সেপ্টেম্বরে লন্ডনে হতে চলেছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকেও সঞ্জয়ের বিকল্প খুঁজতে হবে কি না জানতে চাওয়া হলে সূত্রটি বলেন, ‘সাজিদ বুদ্ধিমানের মতো কাজ করেছে। অন্য ক꧟লাকুশলীদের নিয়ে লন্ডনে শুটিং করলেও, সঞ্জয়ের সব অংশের শুটিং হবে মুম্বইয়ে। তাই এ বিষয়ে কোনো সমস্যা নেই।’
আরও পড়ুন: রামকৃষ্ণ মিশন পাহারা দ✱িচ্ছে বাংলাদেশের মুসলিমরা! পড়শিদের নিয়ে কী লিখল𓄧েন ঋদ্ধি-পরমব্রত-স্বস্তিকারা
১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয়কে টাডা এবং অস্ত্র আইনের অধীনে গ্রেপ্তার করা হয় এবং পরে ১৯৯৩ সালের বোম্বে বোমা হামলায় অন্যান্য অভিযুক্তদের কাছ থেকে কেনা অবৈধ অস্ত্র রাখার জন্য অস্ত্র আইন লঙ্ঘন𒁏ের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০১৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট তার পাঁচ বছরের সাজা বহাল রাখে এবং একাধিক জামিনের পর অবশেষে ๊২০১৬ সালে তার কারাদণ্ডের মেয়াদ শেষ হয়।
আরও পড়ুন: জন্মদিনে এমন হবে কোনওꦦদিন ভাবেননি কাজল! পালিয়ে কোনওরকমে ঢুকেলন বাড়ির ভিতরে
সন অফ সর্দার ২ সম্পর্কে
সন অফ সর্দার ২-এ অজয় দেবগন এবং সঞ্জয় দত্তকে যথাক্রমে বিল্লু এবং জস্সির চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল। নির্মাতারা সঞ্জয় অভিনীত চরিত্রটিতে দেখাতেন নেতিবাচক চরিত্রের মোড়কে। যা এখনꦗ অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষাণ করবেন বলেই খবর মিলছে।