♔ সদ্যই প্রকাশ্যে এসেছে সানিয়া মালহোত্রার নতুন ছবি মিসেসের ট্রেলার। আর সেটাই এদিন ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহিলারা রীতিমত আতঙ্কিত হয়ে গিয়েছেন সেই ভিডিয়ো দেখে। কেউ কেউ আবার নিজের জীবনের সঙ্গে মিল পেয়েছেন। কিন্তু কী দেখানো হয়েছে?
আরও পড়ুন: 𝔉হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন 'বিনোদিনী'! এখন কেমন আছেন রুক্মিণী?
কী দেখানো হয়েছে সানিয়া মালহোত্রার মিসেস ছবির ট্রেলারে?
✤সানিয়া মালহোত্রার মিসেস ছবিটির ট্রেলার গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা তাঁর নিজের স্বপ্ন, নাচ, প্রাণবন্ত জীবন ছেড়ে বিয়ে করে আসে। কিন্তু যে পরিবারে তাঁর বিয়ে হয় সেখানে সে যতই সমস্ত কাজ করে সবার মন পাওয়ার চেষ্টা করুক না কেন বিফল হয়। উল্টে শুনতে হয় সে রান্না করতে করতে খায়, রান্না নুন কম দেয়, ইত্যাদি প্রভৃতি। এমনকি তাঁর নাচেও গুরুতর আপত্তি জানায় তাঁর শ্বশুরবাড়ি। শুধুই কি তাই, তাঁর পুরনো নাচের ভিডিয়ো পর্যন্ত ডিলিট করে দিতে বলা হয়। শর্ত দেওয়া হয় সম্পর্ক, বিয়ে টিকিয়ে রাখার।
♕একজন বিবাহিত মহিলাকে অনেক সময়ই যে সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত কিছুকে এই সিরিজে তুলে ধরা হয়েছে। আর সেটারই ঝলক দেখা গেল ট্রেলারে। আর তারপরই ভাইরাল হয়ে গিয়েছে এটি।
কী বলছেন মহিলারা?
🌼এক মহিলা এটি শেয়ার করে লেখেন, 'এটা তো পুরো আমার বাড়ির ঘটনা। আমার তো রীতিমত ওদের মারতে ইচ্ছে করত।' আরেকজন লেখেন, 'আমার পরিবারেরও অনেকে বলেন রায়তা হাতেই বানাতে হবে, ব্লেন্ডারে নয়।' তৃতীয় জন লেখেন, 'অ্যারেঞ্জ ম্যারেজ তো করা যায়, কিন্তু শ্বশুর বাড়ি যদি এমনটা হয়?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এখনও অধিকাংশ বাড়িতেই এই এক জিনিস দেখা যায়।'
ওকেউ কেউ যেমন বাস্তবের সঙ্গে মিল পেয়েছেন ছবির গল্পে। তেমন ভাবেই কেউ কেউ আবার সানিয়া মালহোত্রার অভিনয়ের প্রশংসা করেছেন। একজন লেখেন, 'যেভাবে একজন প্রাণবন্ত, উচ্ছ্বল মেয়ে থেকে ওর মুখ কালো হয়ে গেল আমাদের সমাজের অধিকাংশ মেয়ের জীবনেও এই এক ঘটনা ঘটে। কিন্তু উনি দুর্দান্ত অভিনয় করেছেন।' কেউ আবার লেখেন, 'মেয়েদের বিয়ে হয়ে গেলে ঠিক এটাই ঘটে।' কারও মতে, 'বাস্তব ছবিটা একেবারে গালে থাপ্পড় মেরে দেখাল। আজও অধিকাংশ বাড়ির ঘটনা এটাই।' কেবল মহিলারা নন, পুরুষরাও আতঙ্কিত হয়েছেন এই ভিডিয়ো দেখে।
মিসেস ছবিটি প্রসঙ্গে
🧜এটি আদতে ২০২১ সালের একটি মালায়লাম ছবি দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের অ্যাডাপ্টেশন। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন সানিয়া মালহোত্রা। ছবিটির পরিচালনা করেছেন আরতি কাদব। গত ৭ ফেব্রুয়ারি থেকে এটি জি ফাইভে দেখা যাচ্ছে।