আরজি কর ইস্যুতে রাজ্য জুড়ে ক্ষোভ, বেদনা আর যন্ত্রণা। তার মাঝেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অদ্ভূত দৃঢ়তা আট থেকে আশির মধ্যে। এমন স্বস্তঃস্ফূর্ত অরাজনৈতিক আন্দোলন এ দেশে মানুষ কবে দেখেছে তা মনে পড়ে না। এমন জ্বলন্ত পরিস্থিতিতে সারেগামাপা-র মঞ্চেও নারীশক্তির বন্দনা। আরও পড়ুন-‘শিস দেও🌠য়া বন্ধ করতে হবে…’, অঙ্কনাকে কেন এমন নির্দেশ দিল সারেগামাপಞা-র বিচারকরা?
মা দুর্গার আগমনে বাকি আর মাত্র একমাত্র। তবে অন্যবারের এবার উমার ঘরে ফেরার নয়, বরং সুবিচারের প্রত্যাশা করছেন সকলে। দেশে জ্যান্ত দুর্গারাই যখন সুরক্ষিত নয়, তখন মাতৃবন্দনা কীভাবে সম্ভব? এর মাঝেই সারেগামাপা-র মঞ্চে তৈরি হল এক অভিনব যুগলবন্দি। এই রিয়ালিটি শো-এর মঞ্চে প্রতিপর্বেই চমক নিয়ে হাজির হন অভিজিৎ সেন, রথীজিৎ ভট্টাচার্যরা। আসন্ন পর্বে বাচিক শিল্পী মুনমুন মুখোপাধ্যায়ে😼র দেখা মিলবে শো-তে।
মল্লিকা সেনগুপ্তের বিখ্যাত কন্যাশ্লোক ‘আমার দুর্গা’ পাঠ করবেন মুনমুন-'আমার দুর্গা পথে, প্রান্তরে, স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে-আপদে মা বলে ডাকে…. আমার দুর্গা ত্রিশূল ধরেছে,স্বর্গে এবং মর্ত্যে, আমারꦿ দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে'। শিহরণ জাগানো মুনমুনের কন্ঠের সঙ্গে মঞ্চে নৃত্🦂য পরিবেশনা দেখে মন্ত্রমুগ্ধ কৌশিকি। থমথমে মুখ, ছলছলে চোখ সারেগামাপা-র বিচারকের।
আসন্ন সপ্তাহ নিয়ে উত্তেজনা অনেকখানি বাড়িয়ে দিল চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা এই প্রোমো। ইতিমধ্যেই সারেগামাপা-র লড়াই জমে উঠেছে।☂ গত সপ্তাহে🐈 শো-তে বাদ পড়েন বারুইপুরের মেয়ে সপ্তপর্ণী।
সপ্তপর্ণীর এলিমিনেশন নিয়ে কম বি🦋তর্ক দানা বাঁধেনি। বিশেষত বিচারক অন্তরা মিত্র যে ভাবে তাঁর সমালোচনা কജরেন, তা হজম হয়নি নেটিজেনদের অধিকাংশর।
শনিবারের পর রবিবার নচিকেতা স্পেশ্যাল পর্বে কোনও এলিমনেশন হয়নি। যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অনুরা🦄গীরা। আগামিতে কোন কোন চমক থাকবে প্রতিযোগিদের ঝুলিতে, সেই দিকে তাকিয়ে সব্বাই। তবে শুধু প্রতিযোগী নয়, কোন বিচারক জুটিও লড়াইতে এগিয়ে থাকে সেই দিকেও চোখ সকলের। ইমন-রাঘবের টিমের অন্যতম সদস্যা ছিল সপ্তপর্ণী, তাই এই সপ্তাহে খানিক পিছিয়ে শুরু করবে এই বিচারক জুটি।