আসছে সারেগামাপার নতুন সিজন। এবার বদলাচ্ছে এই রিয়ালিটি শো-এর ফর্মাট। এবার শুধু প্রতিযোগিদের মধ্যে লড়াই আটকে থাকছে না, এবার টক্কর হবে বিচারকদেরও। এই সিজনে সারেগামাপা-র বিচারকে আসনে থাকছেন আটজন। বাকিরা বিচারক অথবা মেন্টর হিসাবে পরিচিত মুখ হলেও এই প্রথমবার সারেগামাপা-য় থাকছেন অন্তরা মিত্র। আরও পড়ুন-বর-সন্তান না থাকার আফশোস নেই মনে! সারেগামাপা-য় কাকে ‘ছেল𒊎ে’ বলে ডাকল♐েন হৈমন্তী
রিয়ালিটি শো-এর হাত ধরেই উঠে এসেছিলেন এই বাঙালি গায়িকা। এরপর বহু বলিউড ছবির চার্টবাস্টার গান গেয়েছেন। যার মধ্যে অন্যতম ‘গেরুয়া’। অরিজিৎ সিং-এর হাতে গোনা বন্ধুদের মধ্যে অন্যতম অন্তরা। সারেগামাপা-তে শান্তনু মৈত্রর সঙ্গে জ🐓ুটি বেঁধেছেন তিনি। সদ্যই তাঁদের প্রোমো প্রকাশ্যে এনেছে জি বাংলা কর্তৃপক্ষ।
হলুদ শাড়িতে মিষ্টি লুকে অন্তরা। পরিণীতা ছবিতে শ্রেয়া ঘোষালের গাওয়া ‘প꧃িউ বোলে পিয়া বোলে’ গুনগুন করতে শোনা গেল তাঁকে। সেই ভিডিয়োর কমেন্ট বক্সে ট্রোলিং-এর বন্যা। নেটপাড়ার অধিকাংশই অন্তরাকে শুরুতে শ্রেয়া ঘোষাল ভেবে ভুল করেছেন। কেউ তাঁকে ‘গরীবের শ্রেয়া ঘোষাল’ বলে কটাক্ষ করেন, কেউ আবার চিনতে না পেরে ‘শ্রেয়া ঘোষালের মতো দেখতে উনি আবার কে?’ বলে বিদ্রুপ করেছেন। একজন আফসোস করে লে🔯খেন, ‘আমি তো শ্রেয়া ঘোষাল ভেবে একঘন্টা নেচে নিলাম, পরে দেখলাম অন্য কেউ’।
তবে অন্🐻তরার অনেক শুভাকাঙ্খীর মতেও তাঁকে দেখতে অনেকটাই শ্রেয়া ঘোষালের মতো। দুই বঙ্গ তনয়ার মুখের আদলের মিল রয়েছে, তবে বিষয়টা একেবারেই কাকতালীয়। কটাক্ষের পালটা জবাবে কোনও শব্দ খরচ করেনি গায়িকা, শুধু ভালোবাসার চিহ্ন এঁকেছেন অন্তরা।
আগামী ২ জুন সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং। রবিবার রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে এই শো। অর্থাৎ সেদিন দিদি নম্বর ১ সানডে ধামাকা সম্প্রচারিত হবে না। এবারের এই রিয়েলিটি শোয়ের ট্যাগলাইন 'ভালো গান,ꦕ যোগ্য সম্মান।' এবারও সঞ্চালকের আসনে থাকছেন আবির চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিশেষ চমক হিসেবে উপস্থিত থাকবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। অন্তরা-শান্তনু ছাড়াও বিচারকের আসনে থাকছেন জাভেদ আলি, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো মুখোপাধ্যায়, কৌশিকি চক্রবর্তী, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।
অরিজিতের গানꦍ গেয়ে মন ছুঁল দার্জিলিং-এর দিবাকর, সারেগামাপা শুরু হচ্ছে ൲কবে থেকে?
প্রসঙ্গত গত সিজনে বিজয়ীর শিরোপা উঠেছিল পদ্মপলাশের মুকুটে। দ্বিতীয় হন অ্যালবার্ট কাবো। আপতত দাদাগিরি শেষ হওয়ার পর জি বাংলার পর্দায় দেখা যাচ্ছে সারেগামাপা লেজেন্ডস, যা সঞ্চালনার𝐆 দায়িত্বে রয়ে꧒ছেন অনির্বাণ ভট্টাচার্য।