এবারের বাংলার সারেগামাপা জমে উঠেছে মাসখান🐎েকের মধ্যে। গত শনিবার, ২১ জুলাই এই রিয়েলিটি শোতে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল যেখানে প্রতিযোগীরা পারফর্ম করেন বিভিন্ন শিল্পীদের সঙ্গে। এসেছিলেন চন্দ্রবিন্দু, ক্যাকটাস ইত্যাদি ব্যান্ডের গায়করা যেমন সিধু, সুরজিৎ, প্রমুখ। বাদ যাননি কার্তিক দাস বাউল, রূপঙ্কর বাগচি। আর এদিন রূপঙ্কর বাগচি এবং সপ্তপর্ণী বসুর পারফরমেন্স সবার আলাদা ভাবে নজর কাড়ে।
সারেগামাপায় রূপঙ্কর সপ্তপর্ণীর পারফরমেন্স
এদিন সারেগামাপায় রূপঙ্কর বাগচির সঙ্গে মঞ্চ ভাগ করতে দেখা যায় দক্ষিণ ২৪ পরগনার সপ্তপর্ণী বসু। সপ্তপর্ণী এদিন বাঘি ছবি থেকে ছমছম গানটি গান সপ্তপর্ণী, আর সেটার সঙ্গে রূপঙ্কর তাঁর ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব গানটির সঙ্গে মিলিয়ে দেন। দুটো গানের জমাটি মিশেলে মুগ্ধ হয়🌊ে যান সকলে।
তাঁদের পারফরমেন্স শুনতে শুনতে নাচতে শুরু করে ইমন এবং জোজো। ♈উঠে স্ট্যান্ডিং অভেশনও দেন তাঁরা। কৌশিকী সহ বাকিরা বꦦিচারকরা তাঁদের পারফরমেন্সের প্রশংসা করেন।
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়🃏, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌ﷽শিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই শো। আবির চট্টোপাধ্যায় আবারও রয়েবেন এই শোয়ের সঞ্চালক হিসেবে।