জমে উঠেছে সারেগামাপা। এই সপ্তাহের শনিবার এবং রবিবার এই রিয়েলিটি শোতে সম্প্রচারিত হবে লতা মঙ্গেশকরের বিশে⭕ষ পর্ব। সেখানে তিথির পারফরমেন্স দেখে নিজেদের আর সংযত রাখতে পারবেন না বিচারকরা। জাভেদ আলি রীতিমত কেঁদে ফেলেন।
কী ঘটেছে সারেগামাপায়?
এদিন জি বাংলার তরফে সারেগামাপার একটি প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের জন্মদিন উপলক্ষে বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে। আর এই পর্বে꧑ তিথি একবার বিদায় দে মা গানটি ওগাইবেন। তবে তাঁর গানের সঙ্গে তুলে ধরা হবে ক্ষুদিরামের আত্মবলিদান, ফাঁসির কথা।
তিথির গান শুনে এদিন হাউহাউ করে কেঁদে ফেলেন জাভেদ আলি। কৌশিকী চক্রবর্তীকে মাথা নিচ্ছে করে নাক টানত൲ে দেখা যায়। চোখে জল ছিল অন্তরা মিত্ররও। জাভেদের কান্না দেখে তাঁকে এস🐲ে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন শান্তনু মৈত্র।
কে কী বলছেন?
এদিন এই প্রোমো প্রকাশ্যে আনার পর এক ব্যক্তি তাতে মন্তব্য করেন। লেখেন, 'এই বছরের সারেগামাপার মঞ্চে সেরা য🐠দি কোন গান হয় তো একবার 💝বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী গানটি এইবারের সারেগামাপার মঞ্চে সেরা গান। লতাজী তো খুব ভালো গান করে তাঁর তুলনা নেই। কিন্তু তার গানকে এত সুন্দর করে পরিবেশন করা সত্যিই ভাবা যায় না। সত্যিই দেশপ্রেমিকদের জন্য আজ আমরা ভারত মাতাকে পেলাম। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এটা ভেবেই খুব ভালো লাগে। বন্দেমাতরম।'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে কোনও মেন্টর নেই। আছেন ৮ জন বিচারক। এবারের সারেগামাপার এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন মোট ৪টি দল। কিন্তু ভাবছেন কোন বিচারকরা জুটি বেঁধেছেন? তাহলে জানাই জাভেদ এবং জোজো থাকবেন একটি দলে, শান্তনু এবং অন্তরা থাকবেন আরেক দলে। ইমন রাঘব হলেন আরেক জুটি। আর চতুর্থ দল বানিয়েছেন ইন্দ্রদীপ এবং কৌশিকী। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন এই শোয়ের সঞ্চালক হিসেবে, যℱদিও এখন অনেকেই বাদ হয়ে গিয়েছেন।