🦂 সদ্য মেয়ের বিয়ে হয়েছে। এরই মাঝে সিনহা পরিবারের কপালে চিন্তার ভাঁজ। হাসাপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। জানা যাচ্ছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা, সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। ঠিক কী হয়েছে তাঁর?
꧂টাইমস নাউ-এর প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, গত ২৫ জুন সোমবার নিজের বাড়ির বৈঠকখানায় ছিটকে পড়ে যান শত্রুঘ্ন সিনহা। সেদিন বাড়ির বৈঠকখানা, যেটা কিনা বর্ষীয়ান অভিনেতার পছন্দের জায়গা, সেখানেই সময় কাটাচ্ছিলেন তিনি। টিভিতে খবর শোনা, বা অন্যান্য কিছু দেখা থেকে ইন্টারভিউ সাধারণত ওই সোফাতেই বসে থাকতে দেখা যায় শত্রুঘ্ন সিনহাকে। সেদিনও সেখানেই বসেছিলেন। তবে হঠাৎই সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান অভিনেতা। বুকের পাঁজরে আঘাত লাগে তাঁর। সেসময় তাঁর সদ্য বিবাহিত কন্যা সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন। সোনাক্ষীই বাবাকে তোলেন। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
💟হাসপাতাল সূত্রে খবর, খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। বর্ষীয়ান অভিনেতার শরীরে কোনও সমস্যা হয়েছে কিনা! তিনি ঠিক কী কারণে পড়ে গেলেন, সেবিষয়টি খতিয়ে দেখতে, হেলথ চেকআপের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, পড়ে যাওয়ার পর ওইদিন বাড়িতেই চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছিল। তবে পরের দিনি তাঁর পাঁজরে ব্য়াথা হওয়ার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাতে শরীরের অভ্যন্তরে কোনও আঘাত বা সমস্যা রয়েছে কিনা, তা পরীক্ষানিরীক্ষার মাধ্যমে জানা যায়।
𝕴তবে জানা যাচ্ছে, শত্রুঘ্ন সিনহার শরীরে তেমন কোনও সমস্যা পাওয়া যায়নি। পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। আগামীকাল অর্থাৎ ১ জুলাই, সোমবারই ছেড়ে দেওয়া হতে পারে শত্রুঘ্ন সিনহাকে।
ꦫসেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বর্ষীয়ান অভিনেতার বন্ধু পহেলাজ নিহালানি শত্রুঘ্ন সিনহাকে দেখতে হাসপাতালে যান, তিনিই সংবাদমাধ্যমকে শত্রুঘ্ন সিনহার হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানা। বলেন হ্যাঁ, শত্রু (শত্রুঘ্ন) হাসপাতালে ভর্তি আছে। তবে এখন ভালো আছে। সোমবার বিকেলে ও বাড়ি ফিরবে।
🐠প্রসঙ্গত, ২৩ জুন মেয়ে সোনাক্ষীর বিয়ে হয়ছে। এরপর ২৫ জুনই শত্রুঘ্ন সিনহার এই পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এখন বোঝা যাচ্ছে। ২৯ জুন, শনিবার বাবাকে দেখতেই হাসাপাতালে পৌঁছেছিলেন সোনাক্ষী সিনহা ও জামাই জাহির ইকবাল।