Satyaprem K﷽i Katha Box Office Day 4: কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবানির ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তির প্রথম সপ্তাহান্তে ঘরোয়া বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। রবিবার দেশব্যপী ছবির আয় ১২ কোটি। আর যার ফলে ছবির মোট আয় গিয়ে দাঁড়াল ৩৮ কোটিতে। যা মন্দ নয়।
সাজিদ নাদিয়াদওয়ালা এবং নামাহ পিকচার্সের যৌথ প্রযোজনায় ‘সত্যপ্রেম কি কথা’ মুক্তি পায় গত সপ্তাহের বৃ♎হস্পতিবারে। এটি মিউজিক্যাল রোম্যান্স ড্রামা, পরিচালনা করেছেন সমীর বিদ্যান্স। হরর কমেডি ভুল ভুলাইয়া ২-এর পরও এটা কার্তিক আর কিয়ারা জুটির দ্বিতীয় কাজ।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের মতে ছবিটি মুক্তির দিন আয় করেছিল ৯.২৫ কোটি। আর রবিবার তা বেড়ে হল ১২ কোটি। সপ্তাহান্ত মিলিয়ে চার দিনের মোট আয় ৩৮.২৫ কোটি। রবিবার ‘সত্যপ্রেম কি কথা’-র দখলে ছিল বাজারের ২৬.১০ শতাংশ। কার্তিক-কিয়ারা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন গজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, রাজপাল যাদব, সিদ্ধার্থ রান্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া। আরও পড়ুন: বরের সঙ্গে মহানন্🐽দে কাটছে সময়, হাওয়াই থেকে ফিরে LA-তে রুশা-অনুরণ, সঙ্গে কারা?
এদিকে, রবিবারে এসেও বাজার নিম্নমুখীই রইল প্রভাস-কৃতি শ্যানন-সইফ আলি খানের আদিপুরুষের। ওম রাউতের এই সিনেমা নিয়ে লোকমুখে ছড়িয়ে পড়া খারাপ রিভিউ, দেশজুড়ে চলতে থাকা প্রতিবাদের কারণে রবিবারও আয় হল ১ কোটির নীচে। তাই ৫০০ কোটির এই সিনেমা দুই রবিবারের আয় মিলিয়ে ১৭ দিনে ঢুকতে পারল না ৩০০ কোটির ঘরে (ভারতের আয় হিসেবে, বিশ্বব্যপী এই ছবির আয় ৪৫০ কোটির বেশি)। আরও পড়ুন: আথিয়া-আহানকে ভারতীয় স্কুলে না পౠড়ানোর সিদ্ধান্ত কেন সুনীলের? করꦉলেন কারণ বিশ্লেষণ