টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। অভিনয়ের পাশাপাশি মাঝে ম�ꦛ�ধ্যেই তাঁদের বিভিন্ন ফ্যাশন শোতেও দেখা যায়। বিশেষ করে দর্শনা বণিককে। আর এদিন সস্ত্রীক সৌরভ দাস একটি অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। কিন্তু কী ঘটেছে তাঁদের সঙ্গে?
আরও পড়ুন: আইনি বিয়ের পর꧑পরই অশান্তি চরমে! ভাঙনের মুখে অনন্🍎যা সুকান্তর সম্পর্ক? কী ঘটেছে?
আরও পড়ুন: আড়াই বছরের সঞ্চিত অর্থ দিয়ে মায়ের স্বপ্নপূরণ শুভস্মিতার! কী করলেন ‘হর💎গৌরী পাইস হোটেল’র ‘ঐশানী’?
কী জানিয়েছেন সৌরভ?
এদিন ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন সৌরভ দাস। সেখানে তাঁর পাশে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী মডেল দর্শনা বণিককেও দেখা যায়। দুজনেই বেশ গম্ভীর, বিরক্ত অবস্থায় ছিলেন। সৌরভ এদিন তাঁর এই ভিডিয়োতে জানান মালদায় একটি ফ্যাশন শোতে এসে ভীষণ ভাবে হ্যারাসড হয়েছেন তাঁরা। শোয়ের আগে টাকা দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি। তাই তাঁরা পারফরꦐ্ম করবেন না, সেখানে যাবেন না। জানান আরও একাধিক কথা।
এদিন সৌরভকে বলতে শোনা যায়, 'আজকে আমরা মালদায় এসেছি, নর্থ বেঙ্গল রানওয়ে শোতে। সেখানে আমাদের স্টেজ টাইম ছিল সাড়ে ৮ টার সময়। ইদানিং নেহা কক্করের একটা ঘটনা ঘটল, অর্গানাইজেশন, ম্যানেজমেন্টের ভুলে... আমি জানি না হয়তো নেহা কক্করেরও ভুল ছিল, আমি একেবারেই জানি না। তো বেসিক্যালি এই কারণেই ভিডিয়োটা করা, নইলে হয়তো করতাম না। আজ এখানে, নর্থ বেঙ্গল রানওয়ে শোতে আমার আর দর্শনার থাকার কথা। জানুয়ারি থেকেই প্রচুর লিফলেট গেছে, মালদায় সবাই জানেন বোধহয়। আজ যাঁরা এখানে হাঁটবেন তাঁদের অনেক মডেলরাই দর্শনাকে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি আসছ? আমাদের একটা অ্যাডভান্স দিয়ে বুক করা হয়েছিল। আজকে হচ্ছে সেই শোয়ের ডেট। আমাদের যেমন মেইলে সমস্ত কথাবার্তা হয় সেখানেই অনেক মাস আগে থেকেই লেখা ছিল যে ই✃ভেন্ট শুরুর আগে ম্যানেজমেন্ট পারিশ্রমিক দিয়ে দেবেন। আমরা আসব, শো করব, চলে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আমাদের টিমের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি।'
তিনি এদিন আরও বলেন, 'আমরা খুবই হ্যারাসড হলাম, হয়েছি। আমি শ্যুটে ছিলাম। ঈশ্বরের অনেক কৃপা যে দর্শনার এখানে আরেকটা𒀰 শো ছিল, ও এসে সেই শোটা অন্তত করতে পেরেছে। আজ আমি এসেছি মালদায়, আমাদের এখনও পারিশ্রমিক দেওয়া হয়নি। তাই আমরা স্টেজে যেতে পারছি না। আমরা এটা জান﷽িয়ে রাখছি কারণ এটা যাতে মানুষকে বলা না হয় যে ওরা আসবেন বলে আসেননি। সেই জন্যই এই ভিডিয়ো করলাম।'
অভিনেতা এদিন এই ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে জানান কেবল তাঁরা একা নন। অর্গানাইজাররা লাইটের লোক থেকে কস্টিউম ডিজাইনার, হোটেল মালিক কাউকে নাকি তাঁদের প্রাপ্য পারিশ্রমিক দেননি। এ🗹ই ধরনের প্রতারণার বিরুদ্ধে সরব হয়েছেন সৌরভ দর্শনা। যদিও তাঁরা সেই ব্𓃲যক্তির ছবি বা নাম প্রকাশ্যে আনেননি।