বুধবার হিট স্ট্রোক হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় শাহরুখ খানকে। আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একদিন থাকার পর বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় তাঁকে। একটু সুস্থ হতেই তিনি এদিন ফিরে এলেন মুম্বই। তবে ভক্তরা তাꦏঁকে এক ঝলক দেখার জন্য যতই অপেক্ষা করে বসে থাকুক না কেন, বাদশার দেখা পেতে এখন যে 3ক্রু ধৈর্য ধরতে হবে সেটা তিনি বুঝিয়ে দিলেন।
আরও পড়ুন: 'ঢপে♐র ডক্টর', নির্বাচনের ঠিক আগেই হিরণের পিএইচডি নিয়ে খোঁচা দেব-রাহুলের!
মুম্বই ফিরলেন শাহরুখ
পাপারাৎজ্জিদের ক্যামেরায় এদিন লেন্সবন্দি হন൩ শাহরুখ খান। পাপারাৎজ্জিদের তরফে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে দেখা হচ্ছে শাহরুখ চিকিৎসা হওয়ার পর সুস্থ হয়ে মুম্বই ফিরে এসেছেন। তবে এদিন তিনি ছাতা দিয়ে মুখ ঢেকে তবেই হাসপাতাল থেকে বের হন। রোজ না লাগানোর জ🐻ন্য নাকি ভক্তদের নজর এড়াতে ছাতা দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন সেটা স্পষ্ট নয়।
কী হয়েছিল শাহরুখের?
বুধবার ২২ মে কলকাতার ম্যাচের পরদিনই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ খান, পুলিশের তরফে জানা গিয়েছে হিট স্ট্রোক হয়েছিল তাঁর। সেদিনই তাঁকে তড়িঘড়ি করে গুজরাটের আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমদাবাদের পুলিশ সুপারিনটেনডেন্ট ওম প্রকাশ জাট জানিয়েছেন, 'প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লে শাহরুখ খানকে কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গুরুতর কিছু নয়। ওঁকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।' তবে এই খবর ছড়িয়ে পড়ার পর তিনি কেমন আছেন, কী অবস্থা, সহ সমস্ত আপডেট পেতে এই হাসপাতালের বাইরে ভিড় জমান শাহরুখ খানের ভক্তরা। ভিড় এতটাই উপচে পড়ে যে পুলিশকে এসে সেই ভিড় সামাল দিতে ꦿহয়।
কী জানান শাহরুখের ম্যানেজার পূজা?
পূজা এদিন আপডেট দিয়ে ল🌌েখেন, 'মিস্টার খাꦜনের সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে চাই, তিনি ভালো আছেন। এত ভালবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।'
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OT🌌T থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব এবার সামলাবেন কে?
কারা দেখতে গেছিলেন শাহরুখকে হাসপাতালে?
এএনআইয়ের তরফে এদিন টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। আর সেই ভিডিয়োতেই দেখাযাচ✃্ছে গৌরী খান চিন্তিত মুখে হাসপাতালে এসে পৌঁছন। সঙ্গে তাঁর নিরাপত্তা রক্ষীরাও ছিলেন। একই সঙ্গে তাঁদের তরফে আরও একটি 🎀ভিডিয়ো পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে জুহি চাওলা তাঁর স্বামী জয় মেহতার সঙ্গে হাসপাতালে শাহরুখকে দেখতে এসেছিলেন। সেই ভিডিয়োতে লেখা হয়, 'অভিনেত্রী জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতা আমদাবাদেরকেডি হাসপাতাল থেকে বেরোলেন।'