২০২৩ 'কিং খান' শাহরুখের জন্য অন্যত🔜ম সেরা বছর। একথা মানতে প্রায় কেউই দ্বিধা করবেন না। দীর্ঘ বিরতির পর চলতি বছরই মুক্তি পেয়েছে শাহরুখের তিন, তিনটি ছবি। পাঠান, জওয়ানের মতো না হলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে শাহরুখের 'ডাঙ্কি'। অনুরাগীরা সকলেই জানত🌼ে চান ২০২৪-এ শাহরুখের কোন ছবি আসছে?
বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের হিট অ্যাকশন-প্যাকড ছবি ধুম-৪ নাকি দেখা যাবে 'বাদশা'কে। এমন খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন শাহরুখ ভক্তরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায়♚ লিখতে শুরু করেন ধুম ৪-এর জন্য শাহরুখ খান এক্কেবারে আদর্শ। কিন্তু নাহ, এখন শোনা যাচ্ছে অন্যকথা। যশরাজ ফিল্মসের ঘনিষ্ঠ সূত্রে খবর, এখনও পর্যন্ত ধুম ৪-এর জন্য কোনও কাস্ট𓆏 ঠিক করা হয়নি। আর তাই 'ডাঙ্কি' শাহরুখের এই ছবিতে কাজ করার খবর এক্কেবারেই ভুল।
আরও পড়ুন-অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ꦐকান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে চটিপেটা খেলেন থালাপতি বিজয়
আরও পড়ꦓুন-বাবার হাতেই প্🌌রথমবার মদের গ্লাসে চুমুক দিই, একসঙ্গে ৪টে বয়ফ্রেন্ড রাখতে বলতেন: টুইঙ্কল
ইন্ডিয়ানএক্সপ্রে✅স ডটকমের প্রতিবেদন অনুসারে, ঘনিষ্ঠ সূত্র তাঁদের জানিয়েছে, ‘ধুম ৪-এ শাহরুখ খানের অভিনয়ের খবর এক্কেবারে ভিত্তিহীন। এখনও ছবির জন্য কোনও কাস্টই লক করা হ𒐪য়নি।’
এর আগে অবশ্য শুধু শাহরুখ নয়, রামচরণকেও ধুম-৪-এ দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। তবে এখন এই খবরগুলি পুরোটাই ভিত্তিহীন। ম𝓰াঝে একবার শোনা গিয়েছিল সলমন খানকে নাকি ধুম ৪ এ মুখ্য ভূমিকায় দেখা যাবে। তবে তার পরপরই সেসব গুজবও ��নস্যাৎ করে দেওয়া হয়েছিল।
যশরাজ ফিল্মসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি গুলির মধ্যে অন্য🌳তম হল ‘ধুম’। ২০০৪এ 'ধুম'এ জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়াকে দেখা গিয়েছিল। এরপর ২০০৬-এ মুক্তি পাওয়া ধুম ২ও ব্লকবাস্টার হয়। যে ছবিতে হৃতিক রোশন, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন ছিলেন। ধুম-৩ মুক্তি প🌟েয়েছিল ২০১৩ সালে। যেখানে আমির খান ও ক্যাটরিনা কাইফ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।