দর্শক বলুন কিংবা সমালোচক সবার থেকেই দারুণ ভাবে সমাদৃত হচ্ছে জওয়ান। মুক্তি পাওয়ার পর থেকেই সবার মুখে কেবল একটাই নাম, একটাই চর্চা জওয়ান। আর শুক্রবারের সকাল আসতে না আসতেই মিলল সেই সুখবর। শাহরুখ খান নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন। এতদিন পাঠান ছিল বলিউডের এক নম্বর ছবি যা প্রথমদিন সব থেকে বেশি ব্যবসা করেছেন এবার সেই রেকর্ড ভাঙল জওয়ান। এটা প্রথমদিন ৭৫ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে। তবে এই ছবিতে শাহরুখের দুর্ধর্ষ অ্যাকশন, মারকাটারি মেকআপ এবং টানটান স্ক্রিপ্ট ছাড়াও সবার যেটা মনে ধরেছে সেটা হওল এই ছবিতে শাহরুখের বলা একটি বি๊শেষ ডায়লগ।
ছবিটার প্রায় শেষের দিকে একটি দৃশ্যে দেখা যায় আজাদ ও﷽রফে শাহরুখ তাঁর মুখোশ খুলে ফেলেন। বিনা ভেক ধরে ধরা দেন সবার সামনে। লাইভে এসে ভারতের জনগণের কাছে একটা বিশেষ আর্তি রাখেন। একটা বিশেষ বার্তা দেন। কী সেটা? অভিনেতার চরিত্রের কথায় কেউ যেন ধর্ম বা জাতির নামে ভোট না দেন। আমরা যেখানে সবাই সামান্য চাল ডাল কিনতে গেলে পরখ করে নিই সেখানে ভোটের আগে কেন ভাবি না, কেন পরখ করি না? তিনি একই সঙ্গে ভোট প্রার্থীদের প্রশ্ন করতে বলেন যে তাঁরা আগামী ৫ বছর কী করবেন নাগরিকদের জন্য? তাঁরা কি স্বাস্থ্য ব্যবস্থা ভালো করবেন? চাকরির ব্যবস্থা করবেন? তিনি সোজাসুজি দর্শক তথা ভারতীয় নাগরিকদের দিকে আঙুল উঁচিয়ে প্রশ্নগুলি করেন।
আরও পড়ুন: কিং ꧋খানের দাপটে 🥂ঘুম ভাঙল ‘সরকার’-এর, জওয়ানে কি মিশে গেল রিল ও রিয়েল?
আরও পড়ুন: শাহরুখ-দীপিকার দৃশ্য সহ কোন ভুলচুক এড়ানো যে♛তে পারত, কোথায় খামতি থাকল জওয়ানে
তাঁর বলা এই সংলাপ, এই দৃশ্য দর্শকদের মনে বিশেষ ভাবে দাগ কেটেছে। লোকসভা ভোটের আগে এমন বিষয় নিয়ে কথা বলায় উচ্ছ্বসিত অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সকলেই তুমুল প্রশংসা করছেন কিং খানের। এক ব্যক্তি টুইটারে লেখেন, 'ভারতীয় ভোটিং সিস্টেম নিয়ে শাহরুখের ডায়লগটা সেরা।' আরেকজন লেখেন, 'সবে জওয়ান দেখে বেরোলাম, কী বলি। দুর্নীতি থেকে ভোটিং সবটা নিয়ে এভাবে কথা বলার জন্য ধন্𝔉যবাদ।'