তিনিই বলিউড কিং। বর্তমানে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে আবর সাগরের তীরে 'মন্নত'-এর মত প্রাসাদোপম বাড়িতে থাকেন শাহরুখ খান। তবে এই উচ্চতায় পৌঁছানোর জন্য দীর্ঘ সময় লেগেছে শাহরুখের। কোনও কিছুই দ্রুত হয়ে যায়নি। জানা যায়, দিল্লি ছেড়ে মুম্বই আসার পর এক পরিচালকের বাড়িতে থাকতেন শাহরুখ-গৌরী। তাౠরপর গৌরীর সঙ্গে বিয়ের পর ঘর ভাড়া নিয়ে থাকতেন শাহরুখ।
পরবর্তী সময়ে মুম্বইয়ের কার্টার রোড এলাকায় একটা ৩ কামরার ফ্ল্যাট কেনেন কিং খান। জানা যায়, বর্তমানে ওই ফ্ল্যাটটি নাকি মাসিক ৩ লক্ষ টাকায় ভাড়া দিয়ে রেখেছেন শাহরুখ। তবে অনেকেই হয়ত জানেন না, একসময় শাহরুখের সেই বাড়ি নাকি বড়ই ছোট মনে হয়েছিল শাশুড়ি মা সবিতা চিব্বর। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর একথা নিজেই এক সাক🍷্ষাৎকারে স্বীকারও করে নিয়꧅েছিলেন শাহরুখ।
আরও পড়ুন-মায়ের ২১ বছর বয়সী🅠 প্রেমিককে খুনে দোষী সাব্যস্ত বছর ২৪-এর টিকটক তারকা
আরও পড়ুন-বুক൩ে ব্যান্ডেজ বেঁধে, Crotch Guard পরে 'তালি'র শ্যুট🐎িং করেছি: সুস্মিতা
শাহরুখকে প্রশ্ন করা হয় গৌরী খানের মায়ের নাকি তাঁর মুম্বাই পেন্টহাউসটিকে ছোট বলে মনে হত? এটা কি সত্যি? উত্তরে কিং খান বলেন, হ্য়াঁ, আসলে উনি দিল্লির বাসিন্দা এবং রাজধানী শহরের বহু লোক বাংলো বাড়িতে থাকতেই অভ্যস্ত। আর মুম্বইয়ের ফ্ল্যাট কালচার দিল্লির লোকজনের পছন্দ নয়। দিলไ্লিবাসীরা ফ্ল্যাটে থাকা পছন্দ করেন না। ফ্ল্যাটির ছাদ ছিল ত্রিভূজের মতো, সেখানে শাহরুখের শাশুড়ি মায়ের জামাইয়ের বাড়িটিকে জাহাজের মতো মনে হত।
এদিকে গৌরী খান এক সাক্ষাৎকারে বলেন, তাঁদের 'মন্নত'-এর বাড়ির রাশও নাকি তাঁর মা সবিতার হাতে। গৌরী বলেছিলেন, দিল্লিতে থাকলেও মন্নতের অদৃশ্য রিমোট কন্ট্রোল আছে সবিতা চিব্বরের হাতে। মন্নতের সব কাজ পরিচালনা করা, বিশেষত, মন্নতের সমস্ত কর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তে ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখেন তাঁর মা। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার থেকে মন্নতের প্রতিদিনের খাবারের মেনু বলে দেওয়া সবই নাকি করেন শাহরুখের শাশুড়ি। গৌরী মনে করেন, এভাবে এক ঢিলে দুই পাখি মারার কাজ হয়ে যায়। কারণ একদিকে তাঁর মায়ের সমཧয় কেটে যায়, অন্যদিকে কর্মীরাও সুষ্ঠভাবে কাজ করতে পারেন।