🦩 অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ꦰটের বিয়ের রিসেপশন ছিল রবিবারে। সেদিনও পারফর্ম করতে দেখা গেল শ্রেয়া ঘোষালকে। এর আগে শুক্রবার বিয়ের দিন শ্রেয়ার গানের সঙ্গেই বিয়ের মণ্ডপে এন্ট্রি নিয়েছিলেন আম্বানিদের বউমা রাধিকা।
রিসেপশনে গোল্ডেন অরেঞ্জ লেহেঙ্গায় দেখা গেল শ্রেয়াকে। গায়িকার টিমের তরফ থেকে বেশ কিছু ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ‘হায় চাকা চাক’, ‘চুপকে সে লগ যা গলে’, ‘কহেনা হি কেয়া’, ‘বরসো রে’-র 𓄧মতো গান। শ্রেয়ার সুরেলা গলা নিয়ে কখনোই সন্দেহ থাকে না দর্শকদের মধ্যে। আম্বানিদের অনুষ্ঠানেও সন্ধ্যা আরও সুরেলা হয়ে উঠল শ্রেয়ার মিষ্টি আওয়াজে।
আরও পড়ুন: হাত দেখিয়ে পাপারাজ্জিদের ক🐽ী বলল আরাধ্যা? যদিও তৈমুর-জেহর 🌃মতো ‘বদমেজাজ’ দেখাল না
এক নেট-নাগরিক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘শ্রেয়া অতুলনীয়। যত প্রশংসা করা যায় ততই কম। বাংলার হাওয়াই আসলে এত মিষ্টি। তাই তো ওখানের গায়ক-গায়ജিকারা এত ভালো গান গায়।’
অপরজন লেখেন, ‘শ্রেয়ার তুলনা শুধুই শ্রেয়া। যেমন মিষ্টি দেখতে, তেমনই মিষ্ওটি স্বভাব, তেমনই মিষ্টি আওয়াজ। আমার প্রিয়।’ তৃতীয়জন লেখেন, ‘তুমি তো জানো, তুমিই সেরা। আমরা তোমাকে ভালোবাসি শ্রেয়া’।
আরও পড়ুন: সমুদ্রের পাড়ে স্বস্তিকꦕা-কন্যা অন্বেষা! বিশেষত্ব সানগ্লাসে, দাম💛 কত এটির
সম্প্রতি শিকাগোর NABC ২০২৪-এর মিউজিক কনসার্টে হাজির হয়েছিলেন বাংলার একাধিক গুণী সংগীত শিল্পী। তাঁদের মধ্যেই অন্যতম মধ্যমণি হয়ে ছিলেন সকলের প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সেখানে বাংলায় গান গেয়ে দর্শকের মন জয়𒈔 করে নেন তিনি। বিদেশের মাটিতে শ্রেয়ার গলায় স্বর্ণযুগের বাংলা শুনে রীতিমতো গায়ে কাঁটা দি🐽য়েছিল উপস্থিত শ্রোতাদের।
আরও পড়ুন: অনন্ত-রাধিকꦡার বিয়েᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতে সত্যি কি আমন্ত্রণ পাননি করিনা! স্পষ্ট করলেন অভিনেত্রী
তবে আম্বানিদের অনুষ্ঠানে শুক্রবার শ্রেয়া, কৌশিকি, সোনুদের গান গাওয়া নিয়ে সমালোচনা করতে দেখা গিয়েছে গায়িকা সো𓆉না মহাপাত্রকে। তিনি সামাজিক মাধ্যমে একটি ক্লিপিংস শেয়ার করে লেখেন, ‘এখানে সুন্দর কী আছে? দেশ꧋ের শীর্ষ সঙ্গীতশিল্পীরা স্কুলের বাধ্য বাচ্চাদের মতো বসে রয়েছে। কোনও বিশাল অঙ্কের টাকার পরিবর্তেও এমনটা হতে পারে না… এটা আমার মতামত আর সেটা মোটেই নম্র নয়। আমার ফিডে আসামাত্রই এটা দেখে গা গুলিয়ে উঠল। স্কুলের পোশাকও পরিয়ে দিতে পারত!’