সনাতন হিন্দুধর্মের পবিত্র চিহ্ন ওঁ (Om Symbol𒁃)। শুধু হিন্দু নয়, বৌদ্ধ ও জৈনধর্মের পবিত্রতম চিহ্🦩ন ওঁ-কার। এটি ঈশ্বরের সকল নামের প্রতিনিধিস্বরূপ অথচ সেই চিহ্নের উপরই সটান পা তুলে দিলেন শ্রেয়ার তালপেড়ে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমনই এক দৃশ্য। ১২ বছর আগে ‘কামাল ধামাল মালামাল’ ছবিতে এমন কীর্তি ঘটিয়েছিলেন শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ কো-স্টার। সম্প্রতি এক নেটিজেনের নজরে আসে গোটা ব্যাপারটা।
সেই নিয়ে তুমুল শোরগোল টুইটারে। সোমবার নিজের পুরোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে নিতে বাধ্য হলেন শ্রেয়ার তালপেড়ে। ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োতে কী দেখা গিয়েছে? সেখানে দেখা মিলল, একটি পণ্যবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন শ্রেয়াস। এরপর সোজা জুতো পায়ে গাড়ির সামনে আঁকা ‘ওঁ’-এর উপর পা তুলে দেন তিনি। প্রসঙ্গত এই ছবিতে খ্রিস্টান ধর্মাবলম্বী জনি ওরফে বকরির চরিত্রে দেখা গিয়েছে শ্রেয়াসকে। ওই দৃশ্﷽যেও শ্রেয়ার গলায় ঝুলন্ত যিশুর লকেট স্পষ্ট দেখা যাচ্ছে।
‘ইকবাল’ অভিনেতা নিজের সাফাইয়ে জানান, এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কারুর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর, তিনি ক্ষমাপ্রার্থী। টুইটারে একটি বিবৃতিতে শ্রেয়াস লেখেন, ‘শ্যুটিং চলাকালীন অনেক কিছু একসঙ্গে ঘটতে থাকে…সেইসময় কারুর মন মূলত সেই সিকুয়েন্সে থাকে, বিশেষত অ্꧂যাকশন সিকুয়েন্সে। পাশ꧂াপাশি পরিচালক কেমনটা চাইছেন, সময়ের ঘাটতি, আরও কত্ত কী’।
এরপর তাঁর সংযোজন, ‘কিন্তু এগুলো বলে আমি নিজের দোষ ঢাকবার বা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছি না। তবে আমি এইটুকুই বলব, এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং আমি এই কাজের জন্য খুবই দুঃখিত এবং ক্ষমাপ্রার্🥃থী। আমি কখনই ইচ্ছাকৃতভাবে 🌞কারুর ভাবাবেগে আঘাত দেব না, ভবিষ্যতে কখনও এমনটা ঘটবে না’।
প্রিয়দর্শন পরিচালিত ‘কামাল ধামাল মালামাল’-এ শ্রেয়াস ছাড়াও অভিনয় করেছিলেন নানা পাটেকর, পরেশ রাওয়ান, ওম পুরী, আসরানি, শক্তি কাপুরের মতো অভিনেতারা। ‘মালামাল উই𒆙কলি’-র এই রিবুট ভার্সন বক্স অফিসে দ꧂াগ কাটতে পারেনি। তবে ১২ বছর পর আচমকাই সংবাদ শিরোনামে এই ছবি।
༺ শ্রেয়াসকে শেষবার পর্দায় দেখা গিয়েছে, ক্রিকেটার প্রবীণ তাম্বের বায়োপিক ‘কৌন প্রবীণ তাম্বে?’-তে। ‘ইকবাল’-এর পর ফের একবার ক্রিকেটের বল হাতে দর্শকদের মন জয়ে সফল হয়েছেন শ্রেয়ার।
আরও পড়ুন-বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর🔯্তি বাবুল সুপ্রিয়, এখন কেমন আছেন পর্যটন💯 মন্ত্রী?