শেষ হওয়ার মুখে রাঙা বউ। সম্প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর। তবে শ💎ুটিং শেষ হচ্ছে ৯ ডিসেম্বর। ফলে মন খারাপ রাঙা বউ ওরফে শ্রুতি দাসের। আর তাঁর মনের সেই অবস্থার কথাই উঠে এল ইনস্টাগ্রামের পোস্টে। এদিন রাঙা বউ থেকে শুরু করে নিজের কেরিয়ারের বিষয়ে একটি লম্বা পোস্ট করেন অভিনেত্রী।
রাঙা বউ নিয়ে কী লিখলেন শ্রুতি?
এদিন শ্রুতি তাঁর ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে রাঙা বউ ধারাবাহ🅠িকের শেষ দিনের শুটিংয়ের কল টাইম নিয়ে টুটু বসু নামক এক ব্যক🌠্তির সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। আর তাতেই রয়েছে ভরপুর বিষাদের ছোঁয়া। এই পোস্টের সঙ্গে একটি লম্বা ক্যাপশনও লেখেন শ্রুতি।
আরও পড়ুন: একটা গয়না দিয়েই শ্রীপর্ণাকে টেক্কা দিলেন সন্দ𒈔ীপ্তা! মেনু ছাড়াও সাজের কোন কোন বিষয়ে রা🅠খলেন চমক?
আরও পড়ুন: হলিউডি পুরস্কারের জন্য নমিনেশন পেল জওয়ান, উচ꧋্ছ্বাসে ফেটে পড়লেন শাহরুখ 🌳ভক্তরা
ꦑ রা🔴ঙা বউ ধারাবাহিক শেষ হওয়ার পর যে আপাতত শ্রুতির হাতে কোনও কাজ নেই সেটা স্পষ্ট হয়ে গেল তাঁর পোস্ট থেকেই। তিনি এদিন রাঙা বউ এবং নিজের কেরিয়ার সম্পর্কে কথা বলতে গিয়ে লেখেন, 'হাতে নতুন কাজ থাকা অবস্থায় কর্মরত প্রজেক্টের শেষ কলটাইম পাওয়া আর অনির্দিষ্ট পথ চলা শুরু হওয়া অবস্থায় চলতি কাজের শেষ কলটাইম পাওয়ার মধ্যে বিস্তর ফারাক। নিশ্চয়ই প্রথম উদাহরণটা আমার ক্ষেত্রেও একদিন কার্যকরী হবে। তবে অনিচ্ছাকৃত-অনির্দিষ্টকালের জন্য এই বিরতি যেন আমার এবং আমার মতো রাঙা বউ টিমের অনেকের জন্য সুখকর হয় এই আশীর্বাদ করবেন।'
এদিন তিনি জি বাংলা এবং ক্রেজি আইডিয়াজ প্রোডাকশনকে ধন্যবাদ জানান তাঁকে এই প্রজেক্টে নেওয়ার জন্য। শ্রুতির কথায়, 'ধন্যবাদ আমার দর্শকমণ্ডলীর সেই সমস্ত শ্রদ্ধাশীল মানুষদের যাদের ভরসা এবং ব🌼িশ্বাস রেখে আমি শ্রুতি থেকে পাখি হয়ে উঠেছি গত ৩৬২ দিন ধরে (আরও এক সপ্তাহ আপনাদের ঘরে ঘরে রাজ করব) রাত সাড়ে আটটায়।' একই সঙ্গে তিনি এদিন ভারতলক্ষ্মী স্টুডিয়োকেও ধন্যবাদ জানান আজ থেকে চার বছর আগে তাঁকে কাজ দেওয়ার জন্য, তাঁর মনের মানুষকে দেওয়ার জন্য।
কে কী বলছেন?
অনেকেই তাঁর পোস্টে কমেন্ট করেছেন। শ্রুতির অনুরাগীদের অনেকেই জানিয়েছেন তাঁরা তাঁকে এবং এই ধারাবাহিককে মিস করবেন। এক ব্যক্তি লেখেন, 'আমি আজ তোমার সিরিয়াল দেখতে দেখতেই মাকে বলছিলাম যে তোমার অভিনয় কতটা ন্যাচারাল। আশা করি তোমার কাজের উত্তম প্রতিদা♕ন তুমি পাবে। ভালো কিছু নিয়ে আসবে সামনে যেখানে শুধু অভিনয়ই গুরুত্ব পাবে। ভালো থাকো দোয়া করি। ভালোবাসা নিও।'