১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত একꦚাধারে যিনি বেশ কিছু হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি হলেন রেহানা সুলতানা। বলিউডের স্বর্ণযুগের এই খ্যাতনামা অভিনেত্রী সম্প্রতি শারীরিক এবং আর্থিক সমস্যার কারণে জর্জরিত। অভিনেত্রীর এই অসময়ে আর্থিক সহায়তা করতে এগিয়ে এলেন বলিউডের অনেকেই, আরও একবার দৃষ্টান্ত স্থাপন হলো মানবিকতার।
‘দস্তক’, ‘চেতনা’ সহ আরও বহু সিনেমা উপহার দিয়েছিলেন যিনি, সেই রেহানা সুলতানা গত বেশ কয়েক বছর ধরে লাইম লাইট থেকে দূরে ছিলেন শারীরিক অসুস্থতার কারণে। তবে সম্প্রতি অভিনেত্রী এতটাই স্বাস্থ্যের অবনতি হয় যে জরুরী পরিস্থিতিতে কার্ডিয়াক সার্জারির প্রয়োজন হয়।
(আরও পড়ুন: ‘শাহরুখ এবং রণবীরই ছিল অনুষ্ঠানের প্রাণ…’ অনন্ত-রাধিকার বিয়ে নিয়ে কী বলল🧔েন গায🦂়ক কৈলাশ খের)
রিপোর্ট অনুযায়ী জানা যায়, সম্প্রতি অভিনেত্রী তাঁর ভাইয়ের সঙ্গে মুম্বাইতে রয়েছেন। অপারেশনের চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে অভিনেত্রী তো বটেই, তাঁর পরিবারের𓄧 সকলেও ভীষণভাবে চিন্তিত ছিলেন। অভিনেত্রীর এই আর্থিক সংকটের কথা জানতে পেরে তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন বলিউডের বহু ব্যক্তিত্ব।
ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি অশোক পন্ডিতের নেতৃত্বে রোহিত শেট্টি, রাজন শাহী, বিপুল শাহ এবং জাভেদ আখতারের মতো ꦛবিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে আসেন অভিনেত্রীকে সাহায্য করার জন্য। সকলে মিলে একটি ত্রাণ তহবিল তৈরি করেন যেখানে সকলে মিলে আর্থিক সাহায্য করতে পারেন এবং সুস্থ করে তুলতে পারেন এই প্রবীণ অভিনেত্রীকে।
(আরও পড়ুন: 'আপনারা কী করছেন?…' পাপারাৎজিদের উপ🦂র ক্ষেপে লাল আলিয়া! কী এমন হল?)
রেহানা সুলতানাকে সাহায্য করার এই ঘটনাটি নিঃসন্দেহে আরও একবার প্রমাণ করে দিল এখনও পৃথিবীতে মানবতা♎ রয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অশোক পন্ডিত জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রেহানা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আগামী দিনে রেহানার যে কোনও রকমের সমস্যায় আমরা সব সময় পাশে আছি ওনার।