মহা শিবরাত্রির পবিত্র দিনে, কাশী বিশ্বনাথ 🤪মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মুক্তি পেতে চলেছে তাঁর সিনেমা যোদ্ধা। তার আগে ভগবানের দরবারে দেখা গেল সিদ্ধার্থকে। বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে, বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়েও আশীর্বাদ নেন তিনি।
সিদ্ধার্থকে প্যান্টের সঙ্গেএকটি ধূসর সোয়েটশার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে। এমনিতেই আজ মন্দির চতꦦ্বরে ছিল জনপ্লাবন। তারই মাঝে, ভগবানেꦬর দরবারে পুজো দেন তিনি। আপাতত জোর কদমে যোদ্ধার প্রচার করতে ব্যস্ত তিনি।
দেখে নিন সিদ্ধার্থ মলহোত্রার বিশ্বন🐓াথ মন্দির দর্শনের ভিডিয়ো-
সম্প্রতিই সামনে এসেছে যোদ্ধার ট্রেলার। যেখানে তাঁকে দেখ🐼া গিয়েছে ভারতীয় সেনার অফিসার অরুণের চরিত্রে। প্রায় তিন মিনিটের যোদ্ধার ট্রেলারে সিদ্ধার্থ মালহোত্রাকে ভারত মায়ের একজন গর্বিত সন্তান হিসাবে দেখানো হয়েছে। যে ছোট থেকেই তার বাবাকে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে দেখেছিল। তারপর নিজেও যোগ দেয় সেই কাজে। 'সাসপেন্ড' এবং 'বিশ্বাসঘাতক' তকমা পাওয়ার পরেও, সিদ্ধার্থ ওরফে অরুণ দেশকে রক্ষা করার জন্য বাজি রাখে নিজের জীবন।
আরও পড়ুন: দুজনেই এখন বলি-হিরোইন, প্রেম নিয়ে চর্চায়🍰 থাকলেও, সিনেম🍃া হয় না হিট, বলুন তো কে?
যোদ্ধা-র ট্রেলারে হাꦜইজ্যাক হওয়া একটি এয়ার ইন্ডিয়ার বি🧔মানের যাত্রীদের উদ্ধারের জন্য মাঝ আকাশে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করেন সিদ্ধার্থ। ছবিতে নায়িকা চরিত্রে রয়েছেন দিশা। এক পর্যায়ে, সিদ্ধার্থকেযোদ্ধার ট্রেলারে স্বীকার করতে দেখা যায়, তিনি একজন 'পাগল ভারতীয় সৈনিক'।
আরও পড়ুন: দুজনেইꦦ এখন ‘অন্য কারও ঘর’! পিয়া-অনুপমের কথা হওয়🐎া নিয়ে কী বললেন পরমব্রত
১৫ মার্চ মুক্তি পাচ্ছে এই সিনেমা। বারবার পিছিয়েছে এই ছবির মুক্তি। প্রথমে যোদ্ধার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল ২০২২ সালের ১১ নভেম্বর। তারপর নির্মাতার তা পিছিয়ে করে জুলাই ২০২৩। এরপর ১৫ সেপ্টে♑ম্বর, ১৫ ডিসেম্বর এবং তারপরে ৮ ডিসেম্বরে সরিয়ে নিয়ে যান। অবশেষে ২০২৪ সালের ১৫ মার্চ এটি আসতে চলেছে রুপোলি পর্দায়।
আরও পড়ুন: বꦯাংলার ‘হিংসার ছবি’ দেখবে গোটা দেশ! সন্দেশখালি নিয়ে সিনেমা, ঘোষণা 🐲নারী দিবসে
সম্প্রতি হায়দরাবাদে তাঁর যোদ্ধার প্রচারের সময় সিদ্ধার্থকে বলতে শোনা যায়, ‘যোদ্ধার অংশ হওয়া আমার জন্য একটি অসাধারণ জার্নি ছিল। চলচ্চিত্রের আখ্যানে সাহস এবং দেশপ্রেমের গভীরতা সত্যই অনুপ্রেরণামূলক। আমি এই সিনেমাটিক দর্শকদের সঙ্গে ভাগ করে নে𒐪ওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’