গত ১৭ মার্চ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রয়াত পঞ্জাবি র্যাপ তারকা সিধু মুসেওয়ালার মা চরণ কৌর। ২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পাঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালাকে। তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটিয়েছেন সিধু মুসেওয়ালার বাবা-মা। সিধু গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর ꧟থেকে ফের সন্তান ধারণার কথা ভাবেন তিনি। শেষে সিধুর মৃত্যুর বছর দুয়েক পরে তাঁদের পরিবারে এল পুত্রসন্তান।
রবিবার নব জাতককে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন সিধুর বাবা বলকাউর সিং সিধু। সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নিয়েছেন মুসেওয়ালা দম্পতি। সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স প্রায় ৬০ বছর। কিন্তু এত আনন্দের মাঝেই হেনস্থার শিকার মুসেওয়ালার পরিবার! তেমনটাই দাবি করেছেন প্রয়াত গায়কের বাবা। ইন-ভিট্রো ফার্টিলাইজেশন অথবা IVF পদ্ধতিতে চিকিৎসা করিয়ে সম্প্রতি শিশুসন্তান প্রসব করেছেন ৫৮ বছর বয়সি চরণ। কিন্তু ৫৮ বছর বয়সে চরণের মা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। তাঁদের সদ্যোজাত সন্তানের জন্ম আদৌ আইনসম্মত কি না, সেই প্রশ্ন তুলছে পঞ্জাব সরকার। আরও পড়ুন: লাল শাড়ি, কপালে চওড়া সিঁদুর, ‘পুষ্পা ২’-এর সেটে কেমন লুক শ্রীবল্ল𝓀ী রশ্মিকার, দেখুন