আমরা পছন্দের কেরিয়ার বেছে নিলেও অনেক সময় ভাগ্যের পরিহাসে চলে যাই একেবারে অন্যদিকে। কারণ ভবিতব্য আমাদের জন্য একেবারেই অন্য কিছু ভেবে রাখে। আর ঠিক এমনই কিছু ঘটেছিল পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর সঙ্গে। তিনি প্রথম জীবনে ক্রিকেট খেলতেন। এখন ভারতের অন্যতম জন🐼প্রিয় গায়ক হলেন তিনি।
হারবিন্দর সিং সান্ধু এখন হার্ডি সান্ধু নাম🌜েই জনপ্রিয়। তাঁর গাওয়া একাধিক গান বর্তমানে দারুণ জনপ্রিয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তাঁর ভক্তরা। কিন্তু জানেন কি তিনি একটা সময় ক্রিকেট খেলতেন? হ্যাঁ, তেমনটাই তিনি নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন। ১০ বছর ধরে তিনি ক্রিকেটার ছিলেন। এমনকি ভারতের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন আন্ডার ১৯ ইন্ডিয়ান ক্রিকেট টিমের হয়েও।
আরও পড়ুন: দিদি নম্বর ১-এ ফাঁস বিবৃতির দুষ্টুমির গল্প! তথাগতর বান্ধবী কেন বললেন, 'মায়ের কাছে থাকা মা𓆉ন🌼েই...'
আরও পড়ুন: করণের সো🍸ফায় এবার আমির-কিরণ, কেন ডিভোর্স করেছেন, খুলবে কি কিস্সা?
সম্প্রতি তিনি একটি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি আন্ডার ১৯ ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলেছি। শিখর ধাওয়ানের স🎀ঙ্গে খেলেছি আমি। ও আমার রুমমেট ছিল। চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মার সঙ্গেও খেলেছি। আমি মূ🍃লত ফাস্ট বোলার ছিলাম। ডান হাত দিয়ে বল করতাম। কিন্তু ২০০৬ সালে আমি কনুইতে একটা গুরুতর চোট পাই। চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু কিছু হল না ফাইনালি।'