২০২৪-এর ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন সোহিনী সরকার এবং শোভন গঙ্গোপাধ্যায়। তারপর থেকে সুখেই কাটছে তাঁদের দাম্পত্য। ১১ মে, রবিবার মাতৃদিবসে দুই মা-কে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করলেন শোভন-সোহিনী। মা ও শাশুড়ি মায়ের সঙ্গে ছবি দিয়ে সোহিনী ক্যাপশানে লেখেন, ‘পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক’।
সোহিনী মায়েদের সঙ্গে ছবি দুটি পোস্ট করেছেন শোভন-গঙ্গোপাধ্যায়ের কসবার গানের স্কুলে। সেখানে যদিও তাঁরা গিয়েছিলেন রবীন্দ্রজয়ন্তী পালনের জন্য। এদিন তাঁদের তিনজনের পরনেই ছিল লাল পাড় সাদা শাড়ি। যাকে বলে কিনা এক্কেবারে চিরাচরিত বাঙালি সাজ। আর গায়ক শোভন গঙ্গোপাধ্যায় পরেছিলেন সাদা পাঞ্জাবি সঙ্গে জওহর কোর্ট। এদিন শোভনকে সোহনীর মায়ের পাশে আর সোহিনীকে শোভনের মাকে সঙ্গে নিয়ে ছবি তুলতে দেখা যায়। অর্থাৎ বলা ভালো মায়েদের অদল-বদল করে নিয়েছিল এই জুটি।
এদিকে এদিন কসবায় শোভনের স্কুলে পৌঁছে সিঁড়ি দিয়ে ওঠার সময় শাশুড়ি মায়ের ব্যাগ হাতে নিয়ে সোহিনী প্রশ্ন করে বসেন, 'বাবা ব্যাগটা এত ভারী কেন? নাও ব্য়াগটা নাও।' তার ঠিক পরেই মায়ের শাশুড়ির আঁচলও ঠিক করে দিতে দেখা যায় অভিনেতা। 'ভুল স্বর্গ' কবিতাটি পাঠ করতে দেখা যায়। এমনই খণ্ড খণ্ড কিছু মুহূর্ত লেন্সবন্দি হয়েছে ক্য়ামেরায়।
প্রসঙ্গত বিয়ের পরপরই শাশুড়ির সঙ্গে তাঁর রসায়ন ঠিক কেমন তা নিয়ে মুখ খুলেছিলেন সোহিনী সরকার। নিজের ছবি 'অমরসঙ্গী'র প্রচারের সময় এক সাক্ষাৎকারে সোহিনী বলেছিলেন, ‘আমার সংসারে শাশুড়ি-বৌমার রসায়নটা আলাদা। বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কী আছে, কী রান্না হল সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করে দি। এই বাড়িতে আমার মা, আর ওই বাড়িতে আমার শাশুড়ি মা আমাকে ভয় পায়। শোভন তো বলে কে শাশুড়ি, কে বউমা বোঝবার উপায় নেই’।