সেনাবাহিনী পরিবারের সন্তান সোনালি বেন্দ্রে। ছোট থেকেই কড়া অনুশাসনে মানুষ হয়েছেন💜। তাঁর বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বলিউডের ‘আউটসাইডার’ হলেও নিজেকে এই ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী। সোনালির কথায়, আর্মি পরিবারের সন্তান হওয়ায় সহ্য করার ক্ষমতা ছোট থেকেই যেন তাঁর মধ্যে ছিল।
স্কুলের গণ্ডি পার করার পরই একটু একটু করে মডেলিং করতে শুরু করেন সোনালি বেন্দ্রে। ১৯৯৪ সালে ‘আগ’ ছবি দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বজনপ্রীতি এবং ‘বহিরাগতদের’ সংগ্রাম নিয়ে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। এই সবের মধ্যে কীভাবে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে গিয়েছেন? সেই নিয়ে মুখ খুলেছেন সোনালি। আরও পড়ুন: গব্বর থেকে মোগাম্বো, খলনায়কের ভূমিকায় সবচেয়ে হিট কোন ৬ বলিউড অভিনেতা
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোনালি বলেন, ‘আমি একটি নতুন স্কুলে ছিলাম। তাই আমি নতুন মানুষ, নতুন ছাত্রদের সঙ্গে দেখা করেছিলাম। আপনি জানেন যে আপনি সর্বদা একজন বহিরাগত এবং তেমনই সিনেমার ক্ষেত্রেও আমি একজন বহিরাগত ছিলাম। আমি একজন বহিরাগত হতে অভ্যস্ত ছিলাম, তাই সত্যি বলতে অনুভূতিটা খানিকটা কমই হত।’ আরও পড়ুন: ৮৬-তে পা দিলেন প্রেম চোপড়া, পর্দার ‘খলনায়ক’কে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা রাকেশের
বলিউডে শুরুর দিনগুলি সম্পর্কে কথা বলতে গিয়ে সোনালি বলেন, ‘আমি আমার পথ খুঁজে নিয়েছিলাম। নিজেকে আরও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। সুতরাং, নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আমার পক্ষে সহজ ছিল। আমার মনে হয় নিজেকে অনেকটা সমতলে রেখেছিলাম, তাই হয়তো আমার সঙ্গে যা যা ঘটেছে সেগুলি ঠেলে সরিয়ে এগিয়ে যেতে পেরেছি।’ আরও পড়ুন: রাজ কুন্দ্রাকে কপি করলেন উরফি! বুকের উপর লাগানো কাচের টুকরো, মুখ ঢাকলেন মাস্কে
১৯৯৬ সালে ‘দিলজালে’ ছবি দিয়ে প্রথম বলিউডে সফলতা পান সোনালি। মেজর সাব, সরফারোশ, হাম সাথ সাথ হ্যায়-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তেলুগু ছবি প্রীতসে, মুরারি এবং খড়গামের মতো বক্স অফিস হিটগুলিতে কা⛦জ করেছিলেন।
বিয়ের পর ২০০২ সালে অভিনয় জগত থেকে কিছুদিনের জন্য বিরতꦿি নেন তিনি। কয়েক বছর পর রিয়েলিটি শোতে বিচারক হিসেবে ফিরে আসেন। তিনি সম্প্রতি ‘দ্য ব্রোকেন নিউজ’-এ অভিনয় করেছেন। Zee5-এ প্রিমিয়ার হয়েছে এই ওয়েব সিরিজ।