২০০৪ সালে মুক্𒅌তি পেয়েছিল বীর জারা। শাহরুখ খান এবং প্রীতি জিন্টা অভিনীত দুই দেশের দুই নাগরিকের প্রেমের গল্পে আজও বুঁদ আপামর ভারত। আর সেই কালজয়ী ছবিটি এদিন ২০ বছর পূর্ণ করল। আর সেই উপলক্ষ্যে সেই ছবিতে কাজ করার স্মৃতি হাতড়ালেন সোনু নিগম। লতা মঙ্গেশকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কী বললেন গায়ক?
আরও পড়ুন: 'দ্বীপ জ্বেলে যাই'-এর রিমেকের পরিকল্পনা🌜 রাইমার! মুখ্য ভূমিকায় কাকে ভাবছেন সুচিত্রা সেনের নাতনি?
বীর জারার গান প্রসঙ্গে কী বললেন সোনু?
বীর জারা ছবিটির দুটো আইকনিক গান দো পল এবং কিউ হাওয়া আজ ইয়ু গানটি গেয়েছিলেন সোনু নিগম। এই ছবিটি এদিন ২০ বছর পূর্ণ করতেই অভিনেতা 🅘জানান তাঁর সঙ্গে এই ছবির অনেক স্মৃতি জড়িয়ে আছেন। বিশেষ করে এই গান দুটো তিনি লতাꦏ মঙ্গেশকরের গেয়েছিলেন বলেই। সেই স্মৃতি হাতড়ে গায়ক বলেন, 'আমি যখন আমার কেরিয়ারের দিকে পিছু ফিরে তাকাই তখন আমি কেবলই ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। আমি মদন মোহনজি এবং লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাওয়ার, কাজ করার সুযোগ পেয়েছি।' যদিও গানটি যখন মুক্তি পায় তখন মদন মোহন মারা গিয়েছেন। তাঁর তৈরি করা পুরোনো ট্র্যাক ব্যবহার করে এই গানটি কম্পোজ করেন তাঁর ছেলে সজীব কোহলি।
বীর জারা ছবিতে কাজ করা প্রসঙ্গে সোনু আরও বলেন, 'গোটা বিষয়টার মুকুটে পালক লাগার মতো ব্যাপার ছিল দুটো গানই লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলাম। দো পল তো একটা প্রপার ডুয়েট গান ছিল। আর 🔯কিউ হাওয়া আজ গানটি আমি গেয়েছিলাম, লতাজি আলাপগুলো গেয়েছিলেন। আবৃত্তি করেছিলেন যশ চোপড়া স্যার।'
প্রসঙ্গত ভুল ভুলাইয়া𓄧 ৩ ছবির সোনু নিগমের গাওয়া মে✅রে ঢোলনা ৩.০ দারুণ জনপ্রিয় হয়েছে। একই সঙ্গে এই ছবির হুক্কুশ পুক্কুশও দর্শকদের বেশ ভালো লেগেছে। দুটো গানই বর্তমানে ট্রেন্ডিং।