বলিউডের খ্যাতনামা গায়ক তিনি। সেই ৯০-এর দশক থেকে তাঁর যাত্রা শুরু, আজও সমান জনপ্রিয় সোনু। আবার গান গাওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি ভীষণই আধ্যাত্মিক। একথা বহুবဣার গায়কের কথাতে প্রকাশ পেয়েছে। সম্প্রতি উত্তরাখণ্ডের ঋষিকেশে পৌঁছেছিলেন সোনু নিগম। ব্রহ্মপুরীর প্রাচীন শ্রীরাম তপস্থালি আশ্রমে যান প্রখ্যাত সঙ্গীতশিল্পী। সেখানে আনন্দ ঘাটে বসে মা গঙ্গার তীরে, গুহায় বেশকিছুক্ষণ নীরবে বসে ধ্যান করেন সোনু নিগম।
১৪ মার্চ, রবিহার গোটা দেশে যখন হোলি উদযাপিত হচ্ছে, ঠিক তখনই সেখান গিয়েছিলেন সোনু নিগম। শিল্পী নিজের ইনস্টাগ্রামে সেখানে কাটানো সুন্দর সময়ের একট🌼ি কোলাজ ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁকে ব্রহ্মপুরীতে শ্রীরাম তপস্থালি আশ্রামের সাধুদের আশীর🍒্বাদ নিতে দেখা যায়। তিনি জগৎগুরু দ্বারাচার্য স্বামী দয়ারাম দাসের আশীর্বাদ লাভ করেন। সেকাথা জানিয়ে সোনু বলেন,' আমার জীবন ধন্য ছিল, আমাকে মা গঙ্গা আর আমার গত জন্মের সংস্কার আমায় ডেকেছিল। আমি শ্রী রাম তপস্থলী আশ্রমে গিয়ে এবং সেখানকার সাধুদের আশীর্বাদ পেয়ে ধন্য।'
সোনু বলেন, আশ্রম সংলগ্ন গঙ্গার তীরে গুহার মধ্যে ঢুকে নীরবে বেশকিছুক্ষণไ ধ্যান করেছি। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী রাম এই স্থানে ১২ বছর ধরে নীরবে তপস্যা করেছিলেন। স👍েইজন্য আধ্যাত্মিক শান্তির জন্য আমিও এখানে কিছুদিন ধ্যান করেছি। এদিন সোনুকে আশ্রমের সাধুরা সোনু নিগমকে উত্তরীয় পুষ্পস্তবক, তুলসীর মালা, গোমুখের পবিত্র জল উপহার দেন।
আরও পড়ুন-Filmfare-এর মঞ্চে শুভশ্রীর হাত থেকে পুরস্কার নি♔য়েই রাজঘরণীর পুরনো কথা ফাঁস করলেন মিমি
আরও পড়ুন-বাইকে 'হিরো'র মতো এন্ট্রি, জমিয়ে নাচলেন রাজ, মিমি সহ আর কাকে টജেনে এনে নাচালেন শুভশ্রী?
এদিন শ্রী রাম তপস্থলী আশ্রমে তিনি রাম গুহা, সনকাদিক গুহা এবং হনুমান শিলা, ভগবান শ্রী রামের তপস্যা স্থান পরিদর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন তুলসী মানস মন্দিরের মহন্ত রবি প্রপানাচার্য, জগৎগুরু দ্বারাচার্য স্বামী দয়ারাম দাস প্রমুখ। এরপরই মুম্ꦐবইয়ের উদ্দেশে রওনা দেন স༺োনু নিগম।