সদ্যই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন চাহাল এবং ধনশ্রী। যবে থেকে তাঁদের বিবাহ বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে তবে থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার নাকি তাঁর প্রাক্তন স্ত্রীকে ৬০ কোটি টাকা খোরপোষ দেবেন। এবার জানা গেল আসল টাকার মূল্য। কত টাকা অ্যালিমনি হিসেবে পাচ্ছেন ধনশ্রী? আসল টাকার সংখ্যা ৬০ কোটির আশেপাশেও নয়। মাত্র ৪ কোটি ৭৫ লাখ টাকা খোরপোষ হিসেবে পাচ্ছেন চাহালের প্๊রাক্তন স্ত্রী।
আরও পড়ুন: 'চিন্তা, মানসিক উত্তেজনা ...', সন্তানꦯ আসার আগে 'পরম' যত্ন নিয়ে কী বলল🐽েন 'হবু মা' পিয়া?
যুজেন্দ্র-ধনশ্রীর বিবাহ বিচ্ছেদ
যুজেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার বিবাহ বিচ্ছেদের কেসের শুনানি ছিল বুধবার, ১৯ মার্চ। এদিন বম্বে হাইকোর্টের তরফে ফ্যমিলি কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে এই ভারতীয় ক্রিকেটার এবং তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মার ডিভোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার। ღএটার প্রধান কারণ হল আইপিএলের মরশুম শুরু হচ্ছে। এমনটাই বার অ্যান্ড বেঞ্চের তরফে জানানো হয়েছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো গত আড়াই বছর ধরে ধনশ্রী এবং চাহাল আলাদা থাকছেন। তাই তাঁরা কোর্টের কাছে আবেদন করেছেন যাতে হিন্দু ম্যারেজ অ্যাক্টের ১৩ বি ধারা অনুযায়ী ছয় মাসের কুলিং পিরিয়ড ছাড়া, তাঁদের বিয়ে আর কোনও ভাবে টিকিয়ে রাখা যায় কিনা সেটা বোঝার সময় না দিয়েই যেন বিবাহ📖 বিচ্ছেদটি হয়ে যায়।
জাস্টিস মাধব জামদার ফ্যমিলি কোর্টকে নির্দেশ দিয়েছে যাতে তাঁদের এ𝐆ই বিবাহ বিচ্ছেদের বিষয়ে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২০ মার্চ সিদ্ধান্ত জানায়। শুধু🌺 তাই নয় কোর্ট এক্ষেত্রে তাঁদের আলাদা থাকার বিষয়টাও নজর রেখেছে। এবং এও জানা গিয়েছে দুই তরফে খোরপোষ নিয়ে মধ্যস্থতায় এসেছে।
বার অ্যান্ড বেঞ্চের তরফে জানানো হয়েছে বিবাহ বিচ্ছেদের পর খোরপোষ হিসেবে ধনশ্রী ভার্মাকে যুজেন্দ্র চাহাল ৪ কোটি ৭৫ লাখ টাকা দেবেন। মাঝে রটে গিয়েছিল যে এই স্বল্প সময়ের বিয়ের জন্য নাকি ধনশ্রী ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন। যদিও তাঁর বাড়ির তরফে এই দাবি নাকচ করে দেওয়া হয়েছিল। এবার জানা গেল যেটা রটেছিল সেটা নেহাতই গুজব ছিল। আসল খোরপোষের সংখ্যা বাস্তবের থেকে 🥃অনেকটাই কম। শুনানির সময় যুজি ২ কোটি ৩৭ লাখ টাকা দিয়েছেন।
আরও পড়ুন: ইঙ্গিতবহ পো💫স্ট করেই মুছলেন দেবলীনা! কেন লিখলেন, '...স🐼েটাকে প্রতারণা বলে'?
যুজি চাহাল এবং ধনশ্রী ভার্মা গত ২০২০ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে⭕র জু🍒ন মাসে আলাদা থাকা শুরু করেন তাঁরা।