গুজরাট টাইটানসকে ২ বছর নেতৃত্ব দিয়ে দু'বারই ফাইনালে তোলেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের নেতৃত্বে একবার চ্যাম্পিয়ন হয় গুজরাট এবং একবার রানা🌸র্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। গতবছর ক্যাপ্টেন হয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন হার্দিক। মুম্বইয়ের নেতা হিসেবে প্রথম বছরে চূড়ান্ত ব্যর্থতার মুখ দেখতে হয় পান্ডিয়াকে। গত বছর আপিএলে একেবারে শেষে থেকে অভিযান শেষ করে এমআই।
উল্লেখযোগ্য বিষয় হল, জাতীয় দলে রোহিত শর্মা ও স𝄹ূর্যকুমারꩵ যাদবের নেতৃত্বে মাঠে নামেন হার্দিক পান্ডিয়া। এমনকি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরাহও। অথচ মুম্বই ইন্ডিয়ান্সে জাতীয় দলের তিন ক্যাপ্টেন খেলেন হার্দিকের নেতৃত্বে। তিনজন ক্যাপ্টেনকে সামলানো মোটেও সহজ কাজ নয়। তবে বিষয়টিকে অন্যভাবে দেখেন হার্দিক।
বুধবার প্রাক 🌳মরশুম সাংবাদিক সম্মেলনে এসে হার্দিক স্পষ্ট জানালেন যে, তিনি ভাগ্যবান তাঁর দলে তিনজন ক্যাপ্টেন রয়েছেন। অর্থাৎ, মুম্বইয়ের ♒শক্তিশালী লিডারশিপ গ্রুপের দিকেই এক্ষেত্রে ইঙ্গিত করেন পান্ডিয়া।
হার্দিকের কথায়, 'ক্যাপ্টেন্সির প্রসঙ্গে বলব, আমি ভাগ্যবান যে আমার সঙ্গে তিনজন ক্যাপ্টেন রয়েছে। এটা ✱দলের মধ্যে বিস্তর অভিজ্ঞতা যোগ করে। আমি জানি যে কোনও প্রয়োজনে দীর্ঘদিন ধরে জাতীয় দলকে বিভিন্ন ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া তিনজনের ভাবনা-চিন্তা আমাকে সাহায্য করবে। আমি বিষয়টিকে এভাবেই দেখি।'
যদিও গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা যে একই রকম নয়, সেটা স্বীকার করে নিতেও কুণ্ঠা বোধ করেননি পান্ডিয়া। হার্দিক জানান, মুম্বই ইন্ডিয়ান্সের যে ঐতিহ্য রয়েছে, সেই ধারা বয়ে নিয়ে যাওয়া চ্যালেঞ্জের। প্রত্যাশা পূরণের চাপ থাকে বিস্তর। তবে এই চꦆ্যালেঞ্জটাই যে নেতা হিসেবে তাঁকে আরও পরিণত করে তুলবে এবং চাপ সহ্য করার ক্ষমতা বাড়াবে, সেটাও জানান হার্দিক।
অবশ্য নতুন মরশুমের শুরুতেই জাতীয় দলের এক দলনা🌠য়ককে সরাসরি প্রয়োজন পড়বে মুম্বই ইন্ডিয়ান্সের। কেননা গতবছর আইপিএলে তিনবার স্লো ওভার-রেটের দায়ে পড়ায় ক্যাপ্টেন হার্দিক এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন। তিনি এবছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না।
সুতরাং, হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে মরশুমের প্রথম ম্যাচের জন্য নতুন কোনও ক্যাপ্টেন খু🐼ঁজে নিতে হতো মুম্বইকে। বুধবার সাংবাদিক সম্মেলনেই হার্দিক ও হেড কোচ জয়াবর্ধনে জানিয়ে দেন, প্রথম ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেবেন কে। কোচ জয়াবর্ধনেই প্রথম ম্যাচের ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবের নাম ঘোষণা করেন।