গোটা বাংলার নয়নের মণি সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠের লড়াকু সৌরভ কিন্তু এখন বাংলা টেলিভিশনের সলমন খান! ভাইজান ছাড়া যেমন বিগ বস অচল, তেমনই দাদাকে ছাড়া দাদাগিরি অসম্পূর্ণ। আর দাদাগিরির মঞ্চে সৌরভের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি হমেশাই অনাবৃত হয়। আরও প♛ড়ুন-ডোনার স💮ঙ্গে দাম্পত্যের বয়স ২৬! রাঘবকে মনে করালেন ‘সিনিয়র’ সৌরভ, কেসটা কী?
ডোনা সশরীরে হাজির না থাকলেও এই গেম শো-এর প্রতি এপিসোডেই উঠে আসে 'দাদা'র ম্যাডাম-এর প্রসঙ্গ। বউকে নিয়ে একাধিক সিক্রেট সৌরভ ফাঁস করেছেন এই মঞ্চে। তারকাদের দাম্পত্য জীবন নিয়ে কথা হবে আর সেখানে ডোনার প্রসঙ্গ উঠবে না সেট🌺াও সম্ভব? দাদাগিরির সাম্প্রতিক এপিসোড হাজির হয়েছিলেন টলিগঞ্জের নামী শিল্পীরা। জীবনসঙ্গীকে নিয়ে গায়ক ও অভিনেতারা পৌঁছেছিলেন দাদার সঙ্গে গেম খেলতে। পার্টনারদের পাশে দেখা মিলল রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায় এবং গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়ের।
খেলার ফাঁকেই অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়ে൲র ঘরণী, নিবেদিতা মুখোপাধ্যায় জানান বরের কাছে বকা খাওয়ার ভয় তাঁকে তাড়া করে বেড়ায়। তা শুনে বেশ তাজ্জব সৌরভ। দাদা সটান বলে বসেন, ‘২৩ বছর পর এখনও চিন্তা করেন বকে যদি! আমি ডোনার নম্বরটা দিয়ে দেব’। অর্থাৎ ডোনা তাঁকে মোটেই ভয় পান না, স্পষ্ট বুঝিয়ে দিলেন সৌরভ।
খেলার ফাঁকেই সৌরভ জানান,গানে গানে বিয়ের রজত জয়ন্তী বর্ষ (২৫ বছর) ছুঁয়েছেন রাঘব ও তাঁর স্ত্রী। মঞ্চে উপস্থিতদের মধ্যে বিশ্বনাথের দাম্পত্যের বয়স সবচꦅেয়ে কম, মাত্র ১৫ বছর। অন্যদিকে রূপঙ্কর-চৈতালী আগামী বছরে ২৫ ছোঁবেন, সুজন ও তাঁর স্ত্রী ইতিমধ্যেই সেই মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন। এইসব শুনেই সৌরভ সটান বলেন, ‘সবার থেকে সিনিয়র আমি, ২৬ বছর’।
সুজনের স্ত্রী নিবেদিতাও পেশায় অভিনেত্রী। অঞ্জন দত্তর থিয়েটার গ্রুপে প্রথম আলাপ দুজনের। প্রেমের টানে মাত্র ২৪ বছর বয়সেই সংসার পেতেছিলে তাঁরা। সালটা ১৯৯৮। ভবিষ্যত অনিশ্চিত নিয়েও কঠিন সময়ে পরস্পরকে আগলে রেখেছেন। দেখতে দেখতে দাম্পত্য জীবনের রজত জয়ন্তী ছুঁয়ে ফেলেছেন দুজনে। অন্যদিকে দাদার কাছে বিশ্বনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী দেবিকা জানান, 💮পর্দার বিশ্বনাথের সঙ্গে বাস্তবের বিশ্বনাথের কোনও মিল নেই। ভীষণরকমভাবে নিয়ম𓆉ানুবর্তিতা মেনে চলেন বিশ্বনাথ। বরের নিময় ফলো করেই সন্তানদের মানুষ করছেন তিনি। বিশ্বনাথের স্ক্রিন পার্সোনালিটির সঙ্গে বাস্তবের ব্যক্তিত্ব মেলে না, অবাক হয়ে জানান সৌরভ।