বিশ্ব বাজারের পাশাপাশি রীতিমতো ভারতের বাজারও কাঁপাচ্ছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। বক্স অফিসের পুরনো সব রেকর্ড ভাঙল টম হল্যান্ড অভিনীত এই ছবি। জানা গিয়েছে, স্পাইডারম্যানের ভার𓆉তে প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৩২ কোটি ৬৭ লক্ষ টাক꧟া।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, সপ্তাহান্তে সবথেকে বেশি ব্যবসা করেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। সোনি ইন্ডিয়ায় ৪ দিনে সবথেকে বেশি ব্যবসা করেছে এই ছবি। সপ্তাহের ﷽দিনগুলিতে সবার নজর। ভারতে মুক্তির প্রথম দিনে অর্থাৎ বৃহস্পতিবার ৩২ কোটি ৬৭ লক্ষ টাকর ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার ২০ কোটি ৩৯ লক্ষ টাকা, শনিবার ২৬ কোটি ১০ লক্ষ টাকা এবং রবিবার ছুটির দিনে ২৯ কোটি ২৩ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন। এই চারদিনে মোট ১০৮ কোটি ৩৭ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন এই ছবির।
মার্ভেল স্টুডিয়োজ এবং সনি পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন টম হল্যান্ড, জেন্ডায়া, বেনেডিক্ট কাম্বারব্যাচ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অ্যালফ্রেড মোলিꦰনা, উইলিয়াম ডিফো, জেমি ফক্স প্রমুখ।
শুধু ভারতের বাজারই নয়, বিশ্বের বাজারেও অঙ্ক বেশ ভালো এই ছবির। তবে এখানেই 🐷শেষ নয়। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই ছবি খুব তাড়াতাড়ি নিজের দৌড় থামাবে না। কারণ এখনও পৃথিবীর বহু দেশে ছবি মুক্তি বাকি রয়েছে।